<p style="text-align:justify">চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুল বারেক কোম্পানিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। সোমবার (১৬ ডিসেম্বর) চকবাজার থানার দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি কালের কণ্ঠকে জানিয়েছেন র‍্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকবাজার এলাকা থেকে সাবেক কাউন্সিলর আবদুল বারেককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। </p> <p style="text-align:justify">এ আর এম মোজাফফর হোসেন বলেন, মো. আব্দুল বারেকের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী, ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এবং লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা এবং নাশকতা সংক্রান্ত ৩টি মামলার তথ্য পাওয়া গেছে।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ এবং হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি আবদুল বারেক। </p>