<p style="text-align:justify">মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে শহরের আদর্শপাড়া এলাকায় হাসনাত ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।</p> <p style="text-align:justify">এসময় উপস্থিত ছিলেন জেলা সেনা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শমসের আলী, হাসনাত ফাউন্ডেশনের উপদেষ্টা রাফসান আলী, সহ-সভাপতি ইমরান হোসেন, মো. ইমন, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম জিসান প্রমুখ।</p> <p style="text-align:justify">জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।<br />  </p>