<p style="text-align:justify">মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষা করে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।</p> <p style="text-align:justify">সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে বসুন্ধরা শুভসংঘের গণবিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শুরু হয় এ কর্মসূচি। বিকেল ৪টা পর্যন্ত মোট ২০০ জন মানুষকে সেবা দেওয়া হয়।</p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের গণবিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সহসভাপতি মো. সাজ্জাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল আকন্দ, দপ্তর সম্পাদক মো. নাঈম সর্দার, অর্থ সম্পাদক নুসাইবা ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান। আরো উপস্থিত ছিলেন সাজিদ জোবায়েদ, মো. বাইজিতসহ অন্য সদস্যরা।</p> <p style="text-align:justify">এই ক্যাম্পেইনে শিশু-কিশোর, শিক্ষক, সংবাদকর্মী, শিক্ষার্থী এবং পথশিশুসহ সাধারণ মানুষের রক্তের গ্রুপ, ডায়াবেটিস টেস্ট এবং ব্লাড প্রেসার বিনা মূল্যে নির্ণয় করা হয়।</p> <p style="text-align:justify">ক্যাম্পেইন চলাকালীন বিনা মূল্যে পরীক্ষা করাতে পেরে সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন সংবাদকর্মী, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। বিশেষ করে, পথশিশু ও  ‍ফুটপাতের ছিন্নমূল মানুষরা বিনা মূল্যে পরীক্ষা করাতে পেরে অনেক খুশি হয়।</p>