<p>পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা ও স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। </p> <p>সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পাবনা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বর থেকে বিজয় শোভাযাত্রা শেষে শেখ রাসেল শিশু পার্কে দুর্জয় পাবনা স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। </p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা কমিটির উপদেষ্টা আলী আকবর রাজু, বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা কমিটির সভাপতি কামরুন নাহার লুনা, সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি বাবলা ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক রানা, সমাজ সেবা সম্পাদক মতিউর রহমান, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ইমদাদুল হক পাবনা উপজেলা বসুন্ধরা শুভসংঘের সদরের সভাপতি ফারহানা আক্তার সহ-সভাপতি তাহসিনা ইমরোজ সহ-সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি মনোয়ার হোসেন সহ-সভাপতি ইসরাত জাহান, সাংস্কৃতি সম্পাদক নাঈম আহমেদ, মোহাম্মদ আলতাফ হোসেন, মারুফা মঞ্জুরী খান প্রমুখ।</p>