<p>লক্ষ্মীপুরের কমলনগরে চার্জে লাগানো ব্যাটারি চালিত অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী মফিজ উল্যাহ বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন।</p> <p>আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরকারি দিঘীরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আসমা ও আহত মফিজ সরকারি দিঘীরপাড় এলাকার বাসিন্দা। মফিজ ইসলামি শ্রমিক আন্দোলন কমলনগর উপজেলার দপ্তর সম্পাদক ও পেশায় রিকশা চালক ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মেয়ের বাড়ি যাওয়ার পথে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়ের মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734341301-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মেয়ের বাড়ি যাওয়ার পথে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়ের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/16/1458079" target="_blank"> </a></div> </div> <p>নিহত আসমার বাবা নজির আহমদ গণমাধ্যমকে জানান, বাড়িতেই মফিজ তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেন। গত রাতেও ব্যাটারিতে চার্জ দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে তার স্ত্রী আসমা ব্যাটারি থেকে বিদ্যুৎ সংযোগ খুলতে যান। এতে তিনি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। ঘটনাটি দেখতে পেয়ে তাকে বাঁচাতে গেলে মফিজও বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে প্রতিবেশী লোকজন এসে মফিজ ও আসমাকে উদ্ধার করে। পরে মফিজকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়েছে। তার স্ত্রী আসমা ঘটনাস্থলেই মারা গেছেন।</p> <p>নজির আহমেদ বলেন, ‘আসমার ২ ছেলে ও এক মেয়ে রয়েছে। মাকে হারিয়ে তারা এখন কান্নায় ভেঙে পড়েছে।’</p> <p>কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’</p>