<p>আমাদের দেশে বেশ পরিচিত একটি  সবজি হলো মুলা। বিশেষ করে শীতকালে এ সবজির দেখা পাওয়া যায়। এ সময়ে বাজারে মুলার দাম কম হওয়ায় অনেকেই এই সবজি কিনেন। কারো কারো কাছে আবার এটি অনেক পছন্দের সবজি। বাজারে সাদা, লাল ও বেগুনি রঙের মুলা পাওয়া গেলেও সাদা মুলাই মানুষ পছন্দ করে বেশি। মুলা কোলন, পেট, অন্ত্র, মুখ ও কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। ক্যানসারের কোষগুলোকে পুনরুৎপাদন করতে বাধা দেয় এ সবজি।</p> <p>এ ছাড়া মুলা খুব কম ক্যালরিযুক্ত হওয়ায় যারা ডায়েট করেন তারা নিয়মিত মুলা খেতে পারেন। এতে কোনো কোলেস্টেরল নেই। মুলায় আছে ভিটামিন সি, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে কিছু মানুষ আছেন যারা মুলা খেতে খুব একটা পছন্দ করেন না। </p> <p>মুলার অনেক উপকারিতা থাকলেও অতিরিক্ত মুলা খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত মুলা খেলে কী হয়-</p> <p><strong>হজমের সমস্যা</strong></p> <p>যাদের হজমের সমস্যা রয়েছে তারা মুলা কম খেলেই ভালো। কারণ অতিরিক্ত মুলা খাওয়ার ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। গ্যাস, বদহজম, বমির মতো সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত মুলা খাওয়ার কারণে। মাঝেমধ্যে এটি বিব্রত হওয়ার কারণ হয়েও দাঁড়ায়। তাই পুষ্টিকর এই সবজি খাওয়ার আগে পরিমাণ বুঝে খান। এতে হজমের সমস্যা এড়িয়ে সুস্থ থাকা সহজ হবে।</p> <p>মুলায় থাকা ফাইবার ও সালফারসমৃদ্ধ অ্যামিনো অ্যাসিড পেটে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে গাঁজনপ্রক্রিয়ায় প্রচুর গ্যাস তৈরি করে। এর ফলে গ্যাসের দুর্গন্ধ হয় অনেক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে পানি কম পান করছেন, বুঝবেন যেভাবে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734335525-b3cf2a146b8e686cd1944d86c2dc035f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে পানি কম পান করছেন, বুঝবেন যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/16/1458057" target="_blank"> </a></div> </div> <p><strong>থাইরয়েডের সমস্যা</strong></p> <p>বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মুলা খাওয়ার কারণে বাড়তে পারে থাইরয়েডের মতো সমস্যা। যে কারণে থাইরয়েডের রোগীদের অতিরিক্ত মুলা খাওয়া এড়িয়ে চলতে হবে। সেইসঙ্গে অন্যান্য খাবারও খেতে হবে বুঝেশুনে। সব খাবার পরিমাণমতো খেলে সুস্থ থাকা সহজ হবে। এতে থাইরয়েড বেড়ে যাওয়ার ভয় কমবে অনেকটাই।</p> <p><strong>ডায়াবেটিসের সমস্যা</strong></p> <p>যাদের ডায়াবেটিস রয়েছে তাদের খাবারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কারণ অনেক খাবার আছে যেগুলো ব্লাড সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। মুলা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে যদি তা অতিরিক্ত খাওয়া হয়। তাই ডায়াবেটিক রোগীদের খুব বেশি মুলা না খাওয়াই ভালো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মুলা কেন খাবেন, কিভাবে খাবেন?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/10/1733827234-e25418821200a0f7c8f9f81b22d21691.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মুলা কেন খাবেন, কিভাবে খাবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/10/1455959" target="_blank"> </a></div> </div> <p><strong>কিডনিতে পাথর</strong></p> <p>বর্তমানে কিডনিতে পাথর হওয়ার সমস্যায় ভুগছেন অনেকে। এর পেছনে কারণ হিসেবে থাকতে পারে খাদ্যাভ্যাস। প্রতিদিন আপনি যেসব খাবার খান সেগুলো প্রভাব ফেলে আপনার শরীরে। তার মধ্যে এমন খাবার থাকতে পারে যা কিডনির জন্য ক্ষতিকর। যেমন মুলা বেশি খেলেও কিডনিতে পাথর হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই খুব বেশি মুলা খাওয়া এড়িয়ে চলতে হবে।</p> <p><strong>লো ব্লাড প্রেসার</strong></p> <p>যাদের লো ব্লাড প্রেসারের সমস্যা আছে তারা অতিরিক্ত মুলা খাওয়া এড়িয়ে চলবেন। কারণ মুলায় থাকা বিভিন্ন উপাদান ব্লাড প্রেসার কমিয়ে দিতে কাজ করে। তাই অতিরিক্ত মুলা খেলে ব্লাড প্রেসার কমে যেতে পারে এবং দেখা দিতে পারে হাইপোটেনশন। তাই এদিকটাতে খেয়াল রাখা জরুরি।</p>