<p style="text-align:justify">ব্যতিক্রমী এক আয়োজনে বিজয়ের ৫৩ বছর উদযাপন করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলার দুই দৌড়বিদ সবুজ শিকদার ও সাদেক হোসেন খোকা। বিজয়ের ৫৩ বছরে ৫৩ কিলোমিটার পথ দৌড়ানোর মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেন তারা।</p> <p style="text-align:justify">দৌড়বিদ সবুজ ও খোকা জানান, তাদের এই ৫৩ কিলোমিটার দৌড় উৎসর্গ করা হয়েছে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। </p> <p style="text-align:justify">জানা যায়, সোমবার ভোর ৬ টার দিকে রায়পুরা উপজেলার আশরামপুর গেইট বাজার থেকে দৌড় শুরু করেন সবুজ ও খোকা। সেখান থেকে আঞ্চলিক সড়ক দিয়ে দৌড়ে পৌঁছান নরসিংদী সদরের শিক্ষা চত্বর। এরপর শিবপুর ও রায়পুরা উপজেলার কাঁচা ও পিচঢালা সড়ক হয়ে দুপুর ১২টা ৩৬ মিনিটে রায়পুরা উপজেলার পান্থশালা ফেরীঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এই পথ অতিক্রম করতে তাদের সময় লেগেছে ৬ ঘণ্টা ৩৬ মিনিট। দীর্ঘ এই পথ দৌড়াতে গিয়ে তাদের কোনো ধরনের অসুবিধা হয়নি বলে জানান সাদেক-সবুজ।</p> <p style="text-align:justify">দৌড়বিদ সবুজ শিকদার বলেন, আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নেই বিজয় দিবসটি ভিন্নভাবে উদযাপন করব। সেই পরিকল্পনা থেকেই বিজয়ের ৫৩ বছর উপলক্ষে ৫৩ কিলোমিটার দৌড়াই। বরাবরই আমি দৌড়ানো উপভোগ করি। দেশ ও বিদেশে অনেক দৌড় ও সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। রায়পুরা তিনটি ম্যারাথনের আয়োজন করি। সবশেষ ম্যারাথনে দেশ-বিদেশের ৭০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। নিয়মিত দৌড়ালে শরীর সুস্থ থাকে। রোগ থেকেও দূরে থাকা যায়।</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই। তাদের বীরত্বে কারণে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়েছে। সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ৫৩ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা উৎসর্গ করছি।</p> <p style="text-align:justify">দৌড়বিদ সাদেক হোসেন খোকা বলেন, পেশায় আমি একজন পুলিশ সদস্য। আমি একজন পেশাদার দৌড়বিদ ও সাঁতারু। দৌড়ালে রোগব্যাধী দূরে থাকে। ওষুধ খেতে হয় না। শরীর ও মন ভালো থাকে। আমরা দুই বন্ধু শীতের সকালে দৌড় উপভোগ করেছি।</p> <p style="text-align:justify">দৌড়বিদ সবুজ শিকদার ও সাদেক হোসেন খোকা ‘রায়পুরা রানার্স কমিউনিটি’ প্রতিষ্ঠা করেছেন। তাদের রানার্স কমিউনিটির সদস্য আছেন। তারা দেশের বিভিন্ন রানে অংশগ্রহণ করে থাকেন। রায়পুরা রানার্স কমিউনিটি তিনটি ম্যারাথন আয়োজন করেছে। এতে দেশ ও বিদেশের দৌড়বিদ অংশগ্রহণ করেন।</p>