<p style="text-align:justify">ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. খালিদ মাতুব্বর (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">নিহত খালিদ মাতুব্বর নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের মধ্য বালিয়া গ্রামের মো. বিলায়েত মাতুব্বরের ছেলে। সে নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।</p> <p style="text-align:justify">নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, খালিদ ও তার বন্ধু ফেরদৌস নগরকান্দা বাজার থেকে মোটরসাইকেলে কর মুকসুদপুরে যাচ্ছিলেন। পথে নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খালিদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় ফেরদৌসকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাথা বিচ্ছিন্ন হয়ে এক তরুণ ঘটনাস্থলেই নিহত হয়। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে অন্তত ১০০ গজ দূরে পড়েছিল। পরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।</p> <p style="text-align:justify">নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফর আলী বলেন, নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।<br />  </p>