<p>মেহেরপুরে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সড়কে চলা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিলরুবা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্বামী মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেন।</p> <p>আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বামন্দী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামার বাড়ি নামক স্থানে। নিহত দিলরুবা খাতুন ও আহত সাজ্জাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার কলায় ডাঙা গ্রামের বাসিন্দা।</p> <p>আহত সাজ্জাদ আলী বলেন, ‘আমি আমার স্ত্রী দিলরুবা খাতুনকে মোটরসাইকেলে নিয়ে আমার মেয়ের বাড়ি মোহাম্মদপুরের উদ্দেশে যাচ্ছিলাম। পথিমধ‍্যে বামন্দী কামার বাড়ি নামক সড়কে পৌঁছলে পেছন থেকে একটি ড্রাম ট্রাক এসে মোটরসাইকেলে ধাক্কা দিলে দিলরুবা ছিটকে গিয়ে চাকার নিচে পড়ে। আমি সড়কের আরেকপাশে পড়ে গুরুতরভাবে আহত হই। আমার চোখের সামনে আমার স্ত্রীকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুতগতিতে সড়ক দিয়ে চলে গেল।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাদপন্থী শীর্ষ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734332634-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাদপন্থী শীর্ষ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/16/1458044" target="_blank"> </a></div> </div> <p>গাংনী থানার ওসি বনি ইসরাইল বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দিলরুবা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটির চালক ও গাড়িটি ধরতে পুলিশ কাজ করছে।’</p>