<p>বরিশাল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদপুর কলোনিতে তাসিন নামের এক যুবককে দুই দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই যুবককে উদ্ধার করে। </p> <p>তাসিন নগরীর কলাপট্টি এলাকার দিনমজুর মোহাম্মদ হাসানের ছেলে। </p> <p>মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সগীর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, মোহাম্মদপুর এলাকার মাসুদ নামের এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক তার ঘরে রেখেছে। রাত সাড়ে ৬টার দিকে মাসুদের ঘরে অভিযান পরিচালনা শুরু করি। তবে মাদক না পেলেও মাসুদের রান্না করে তাসিন নামের এক যুবককে শিকলে বাঁধা অবস্থায় পাই।’</p> <p>তিনি জানান, এ সময় তাকে উদ্ধার করা হয়। এ ছাড়া ওই ঘর থেকে বৈদ্যুতিক শক দেওয়ার সরঞ্জামাদি এবং দেশীয় তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।</p> <p>তাসিন জানান, মাসুদ ও তার বন্ধু শিহাব তাদের ঘোড়া হারিয়ে গেছে, এই বলে তাকে (তাসিন) নিয়ে খোঁজার জন্য বের হন তারা। এক পর্যায়ে রবিবার মধ্যরাতে ঘোড়া চুরির অভিযোগে তাকে মোহাম্মদপুর নিয়ে আসে এবং মাসুদের রান্নাঘরে নিয়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে। রবিবার রাত থেকেই তাকে খেতে দেওয়া হয়নি এবং দফায় দফায় নির্যাতন করা হয়। তাকে বেশ কয়েকবার বৈদ্যুতিক শক দেওয়া হয়। </p> <p>তাসিন বলেন, পুলিশ তাকে উদ্ধার না করলে মঙ্গলবার রাতে তাকে মেরে ফেলা হতো।</p>