<p>বাগেরহাটের মোংলা থেকে ১৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীরমেট গ্রামের মাদক ব্যবসায়ী বিল্লাল হকের বাড়ির রান্নাঘর থেকে শনিবার (৬ এপ্রিল) ভোরে ওই গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বিল্লাল পালিয়ে গেলে তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে (৩০) আটক করা হয়।</p> <p>বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি স্বপন কুমার রায় জানান, গোপন সুত্রে খবর পেয়ে বিল্লাল হকের বাড়ির রান্নাঘরে অভিযান চালানো হয়। এ সময় দুটি বস্তার মধ্যে রাখা ১৫টি পোঁটলা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। হাতেনাতে আটক করা হয় মাদক ব্যবসায়ী ফাতেমা বেগমকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী বিল্লাল হক পালিয়ে যান। ফাতেমা বেগম ও তাঁর স্বামী বিল্লাল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বিক্রির জন্য ওই গাঁজা তাঁরা রান্নাঘরে লুকিয়ে রেখেছিল। উদ্ধার করা গাঁজার মূল্যে সাড়ে চার লাখ টাকা।</p> <p>ওসি স্বপন আরো জানান, ফাতেমা বেগম ও তাঁর স্বামী বিল্লাল হককে আসামি করে মোংলা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের ধরতে ডিবি পুলিশের অভিয়ান চলমান বলেপ জানান তিনি।</p> <p>এই পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্য অনুসারে, ডিবি পুলিশ গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি গাঁজাসহ ৬০ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে কয়েকজন নারী রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া ইয়াবা, ফেনসিডিল, মদসহ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৬ লাখ টাকা মূল্যোর বিভিন্ন জাল নোট ও জাল টাকা তৈরির মেশিনসহ একজনকে আটক করা হয়েছে।</p>