<p>ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিদায়ি সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপজেলা পরিষদে বিদায়ি ইউএনওর হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। </p> <p>এই অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ উপজেলা কমিটির উপদেষ্টা অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্ব করেন। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মো. হারুন মিয়ার সঞ্চালনায় বিদায়ি ইউএনও মো. শাকিল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, ইসলামাবাদ সিনিয়র ফাজিলা মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, ময়মনসিংহ জেলা স্কুলের শিক্ষক মো. আব্দুল মালেক, বসুন্ধরা শুভসংঘের সদস্য ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব, প্রভাষক সেলিম আল রাজ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বোরহান প্রমুখ। </p> <p>বক্তারা বলেন, ইউএনও মো. শাকিল আহমেদ একজন দক্ষ কর্মকর্তা। তিনি সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেছে ও কাজের প্রতি খুবই আন্তরিক। তিনি নতুন কর্মস্থলে গিয়েও এই ধারা অব্যাহত রাখবেন। </p> <p>বসুন্ধরা শুভসংঘের ভালো কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে শাকিল আহমেদ বলেন, এই উপজেলার মানুষ খুবই আন্তরিক। এই উপজেলার জন্য কতটুকু কাজ করতে পেরেছি তা আপনার বলতে পারবেন, তবে চেষ্টা করেছি। বিশেষ করে বসুন্ধরা শুভসংঘ তাদের মানবিক কার্যক্রমে এলাকায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।</p> <p>গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ পদোন্নতি পেয়ে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।</p>