<p>সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন মারা গেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি ঠিকানা ব্রিকস মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। </p> <p>নিহতরা হলেন সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শাহানুজ্জামানের ছেলে আল হেলাল জয় (২০) ও সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র তানজিমুল হোসেন শিহাব (১৮)।</p> <p>নিহতের স্বজনরা জানায়, জয় ও শিহাব দুই বন্ধু মিলে মঙ্গলবার মোটরসাইকেলে ঝাউডাঙা থেকে বাড়ি ফিরছিলেন। তারা মাধবকাটি এলাকার ঠিকানা ব্রিকসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জয় ও শিহাব মারা যায়।</p> <p>সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।</p>