<p>চুয়াডাঙ্গা শহরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে একটি নাইন এমএম পিস্তল, গুলি, চাকু ও নগদ ১১ লাখ টাকা পেয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের বাগানপাড়ায় এ অভিযান চালানো হয়। সেই সময় হাবিবুর রহমান রাজিব নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।</p> <p>অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স শহরের বাগানপাড়ার একটি পঞ্চমতলা বাড়ির দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে রাজিবকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় আলমারী তল্লাশি করে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যগজিন, চার রাউন্ড গুলি, ২টা দেশীয় অন্ত্র, ১১ লাখ টাকা উদ্ধার করা হয়। </p> <p>পরিদর্শক নাজমুল হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পিস্তল, গুলি, চাকু ও নগদ ১১ লাখ টাকাসহ অভিযুক্ত হাবিবুর রহমান রাজিবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।</p>