<p>সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।</p> <p>‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরেজা’ থেকে রওনা দেন তিনি।</p> <p>বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আন্দোলনে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732184009-e561f9bf52a5ed7c1bc3e9b4d9ac5f33.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আন্দোলনে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/21/1449089" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, সবশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে গেছেন খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন।<br /> ২০১৮ সালে কারাবন্দির পর আজই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। সবশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপির চেয়ারপারসন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোনো পক্ষেই থাকতে চান না আইনজীবী সমাজী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732183668-e74c42b30ddfc3e7a7183a06d71bde4b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোনো পক্ষেই থাকতে চান না আইনজীবী সমাজী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/21/1449085" target="_blank"> </a></div> </div> <p>২০০৯ সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী।</p>