<p>কুমিল্লার দাউদকান্দিতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী শামীমা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এজহারভুক্ত আসামিদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।</p> <p>বৃহস্পতিবার রাতে (২১ নভেম্বর) দাউদকান্দি মডেল থানায় সাত জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন নিহত শামীমার মা নুরজাহান বেগম। রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। আজ শুক্রবার সকালে আটকদের কুমিল্লায় জেলহাজতে পাঠানো হয়েছে।</p> <p>গ্রেপ্তাকৃতরা হলেন- গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের মুর্শিদ মিয়ার মেয়ে সাথী আক্তার (৩৮), তার ছেলে ফাহিম(১৮) ও বোনের ছেলে নাইম (২২)। গ্রেপ্তারকৃত তিনজন এজাহারভূক্ত আসামি।</p> <p>মামলার এজাহারসূত্রে জানা যায়, পারবারিক ও পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার (১৯নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর হাটচান্দিনা গ্রামে শামীমা আক্তারকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়। শামিমা হাট চান্দিনা গ্রামের আরিফ হোসেনের মেয়ে এবং একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাওরা বাড়ি গ্রামের মো. মাসুদের স্ত্রী। মামলায় নিহতের স্বামী মাসুদকে প্রধান আসামি করা হয়েছে। </p> <p>দাউদকান্দি মডেল থানার ইনচার্জ মো. জুনায়েদ চৌধুরী ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজন মামলার এজাহারভুক্ত আসামি। প্রধান আসামি নিহতের স্বামী মাসুদসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।<br />  </p>