<p>ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আট ক্রিকেটার ও এক ক্লাব কর্মকর্তাকে সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ ও জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভোরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বোর্ড।</p> <p>জানা গেছে, গত ১৮ নভেম্বর তেজগাঁও ক্রিকেট একাডেমি এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের মধ্যকার সুপার লিগের ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনার প্রমাণ মিলেছে।</p> <p>এ ঘটনায় তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসির আরাফাত, মোহাম্মাদ রিফাত, ইমন, তাসিন আহমেদ রনবী, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় ও দলের কর্মকর্তা রবিন এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মাদ হৃদয়কে এক বছরের নিষেধাজ্ঞা এবং কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিসিবি।</p> <p>শৃঙ্খলা ভঙ্গের ২ দশমিক ১৯ ধারায় আইন লঙ্ঘন করায় এমন শাস্তি পেতে হয়েছে তাদের।</p> <p>বিসিবি সভাপতি ফারুক আহমেদ আচরণবিধি লঙ্ঘন করে এমন কাজগুলির বিষয়ে বিসিবির অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, “বিসিবি ঘরোয়া প্রতিযোগিতার কোনো স্তরে শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নমনীয় হবে না। এটি সমস্ত খেলোয়াড় এবং কর্মকর্তাদের কাছে একটি বার্তা হোক যে বোর্ড কঠোরভাবে আচরণবিধি লঙ্ঘন মোকাবেলা করবে।”</p>