ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ডিভোর্সের ৩ দিন পরেই ‘সুখবর’ দিলেন এ আর রহমান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ডিভোর্সের ৩ দিন পরেই ‘সুখবর’ দিলেন এ আর রহমান
এ আর রহমান

সদ্যই বিচ্ছেদের খবরে শিরোনামে এসেছেন ভারতের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমান। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই মিউজিক মায়েস্ট্রো। এই মুহূর্তে বিষাদেই ডুবে রয়েছেন এই অস্কারজয়ী সুরকার। তবে বিষাদের মেঘের মাঝেই উঁকি দিল আনন্দের সংবাদ।

সদ্যই ভক্তদের দুঃসংবাদ দেওয়া এ আর রহমান এবার দিলেন সুসংবাদ। ‘হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডে’ সংগীত-ফিচার ফিল্ম ও স্কোর-ইনডিপেনডেন্ট ফিল্ম ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছেন তিনি।

সুদীর্ঘ ক্যারিয়ারে এ আর রহমানের ঝুঁলিতে আছে অস্কার ও গ্র্যামির মতো অ্যাওয়ার্ড। এবার তার সফলতার মুকুটে আরো একটি পালক যুক্ত হলো।

‘দ্য গোট লাইফ’ চলচ্চিত্রের পেরিয়োন গানের জন্য পেয়েছেন এ সম্মানসূচক পুরস্কার।

এই আনন্দের সংবাদটি এ আর রাহমান নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। সাবেক স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর সামাজিক মাধ্যমে এটাই তার প্রথম পোস্ট। অ্যাওয়ার্ড গ্রহণের বেশ কিছু ছবি শেয়ার করে সংগীত পরিচালক লিখেছেন, ‘এ অর্জনে আমি এবং আমাদের গোটা টিম গর্বিত।

এ সিনেমাটিকে জীবন্ত করার জন্য যারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। পুরো ‘দ্য গোট লাইফ’ টিম এবং দশর্কদের ধন্যবাদ। তাদের ভালোবাসায় আমাদের কষ্ট সফল হয়েছে।’

গত ২৮ মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা ‘দ্য গোট লাইফ’। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে।

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। তার চরিত্রের নাম নাজিব, ঘটনাচক্রে মরুভূমিতে ছাগল চরায়। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেন ব্লেসি। সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসেও দারুণ আয় করেছে।

এদিকে গত ১৯ নভেম্বর এ আর রহমানের বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে। রহমান-সায়রা বানুর বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান সায়রার আইনজীবী বন্দনা শাহ। এরপর সায়রা বানু ও এ আর রহমানও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ আর রহমান। তাদের তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন। দীর্ঘ ২৯ বছর এ তারকা দম্পতি সংসার করেছেন একসঙ্গে। সর্বশেষ আম্বানিদের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুকে।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘মা আমাকে বিয়ে করতে নিষেধ করেছেন’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘মা আমাকে বিয়ে করতে নিষেধ করেছেন’
সংগৃহীত ছবি

স্কুলজীবনের একটা বড় সময় মাকে ছাড়াই কেটেছে তার। তাই এখন আরো বেশি করে মায়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। মঙ্গলবার ছিল তার মায়ের জন্মদিন, এদিন বেশ আবেগপ্রবণ হয়ে ওঠেন অভিনেত্রী। মা চিত্রা চট্টোপাধ্যায়ের জন্মদিনে দু’জনের একসঙ্গে তোলা একাধিক ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন বিবৃতি।

 

অভিনেত্রীর কথায়, তাদের সম্পর্ক অনেকটা ‘টম অ্যান্ড জেরি’র মতো। 

কর্মসূত্রে চিত্রাকে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। কিন্তু রাজস্থানের স্কুলে পড়াকালীন ৫ বছর মায়ের সঙ্গ পেয়েছিলেন বিবৃতি। কারণ সেই স্কুলেই তখন চাকরি করতেন চিত্রা।

অল্প বয়সে মায়ের সান্নিধ্য পাননি বলে মনের মধ্যে কোনো দুঃখ পুষে রাখেননি বিবৃতি। বরং এখন আরো বেশি করে মায়ের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করেন।

May be an image of 1 person and smiling

২০২০ সালে বাবাকে হারিয়েছেন বিবৃতি। জীবনের চলার পথে মনোবল থেকে শুরু করে ইচ্ছাশক্তি এবং স্বাধীন জীবনযাপনের আদর্শ তিনি মাকে দেখেই রপ্ত করেছেন বলে জানালেন বিবৃতি।

 

অভিনেত্রীর কথায়, ‘এখনো পর্যন্ত ক্যারিয়ারে যেভাবে এগিয়েছি, সেখানে মায়ের নীরব সমর্থন পেয়েছি। মা এবং আমার পরিবার কিন্তু আমাকে প্রত্যেক মুহূর্তে সমর্থন করে।’

এই মুহূর্তে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে চাইছেন বিবৃতি। ছোট থেকে দীর্ঘ সময় অভিভাবকের উপস্থিতি ছাড়াই সময় কেটেছে তার। তাই একা থাকতে কোনো সমস্যা হয় না বিবৃতির।

অতিমারির পর চিত্রা কলকাতায় ফিরে আসেন। এখন দু’জনে একসঙ্গে থাকেন। 

May be an image of 1 person

বিবৃতি বলেন, ‘তথাকথিত মা-মেয়ের বদলে আমাদের সম্পর্কটা অনেকটাই বন্ধুর মতো।’ কিন্তু প্রেম বা বিয়ে নিয়ে মায়ের কাছ থেকে কোনো চাপ কি আসে, এমন প্রশ্নে বিবৃতি হেসে বললেন, ‘মা আমাকে বলেই দিয়েছেন সম্পর্কে না জড়াতে। আর কোনো দিন বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন।’ 

কিন্তু ভবিষ্যৎ কেউই জানে না। তাই আগামী দিনে যদি সম্পর্কে জড়ান? বিবৃতির উত্তর, ‘এই মুহূর্তে কাজে মন দিতে চাই। কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না।’

বিবৃতি অভিনীত ‘দেবী চৌধুরাণী’ ছবিটি মুক্তি পাবে আগস্ট মাসে। এ ছাড়াও রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ ‘পরিণীতা’তেও দেখা যাবে তাকে।  

মন্তব্য

বেবি বাম্প নিয়ে মেট গালায় হাঁটবেন কিয়ারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বেবি বাম্প নিয়ে মেট গালায় হাঁটবেন কিয়ারা
সংগৃহীত ছবি

কান ফিল্ম ফেস্টিভ্যালের পর এবার দুনিয়া কাঁপানো ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’য় অভিষেক ঘটতে চলেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। 

মাস দুয়েক আগেই মা হওয়ার কথা জানিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা হলেও কাজ থেকে বিরতি নেই নায়িকার। বরং গর্ভাবস্থা এবং কাজ সমানতালে উপভোগ করছেন তিনি।

এমন আবহেই শোনা গেল, এবার ‘মেট গালা’র রেড কার্পেটে হাঁটবেন কিয়ারা আদভানি।

নিউ ইয়র্কের মিউজিয়াম অব আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। এর আগে মেট গালায় হেঁটে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা।

এবার সেই তালিকাতেই নতুন সংযোজন হতে চলেছে কিয়ারা আদভানির। 

নতুন বছরে ৪ সিনেমা নিয়ে প্রস্তুত কিয়ারা

পশ্চিমী বিনোদুনিয়ায় পা না রাখলেও তার অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়। গত বছর রেড সি ফিল্ম ফাউন্ডেশনের তরফে কানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কিয়ারা। আন্তর্জাতিক সিনেদুনিয়ায় ভারতের ভবিষ্যৎ কী রকম, সে প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেছিলেন অভিনেত্রী।

এবার তার মেট গালা অভিষেক হতে চলেছে।

২০২৫ সালের ‘মেট গালা’অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৫ মে। প্রতীক্ষিত সেই মেগা ফ্যাশন অনুষ্ঠানেই যোগ দেবেন অন্তঃসত্ত্বা কিয়ারা। মাসখানেকের মধ্যেই ভূমিষ্ঠ হতে চলেছে সন্তান, তার প্রাক্কালেই অভিনেত্রীর এহেন পদক্ষেপ নিঃসন্দেহে 'সাহসী', তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। 
 

মন্তব্য

সেরা প্রেমিক হয়ে উঠার টিপস দিলেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সেরা প্রেমিক হয়ে উঠার টিপস দিলেন এই অভিনেত্রী
সংগৃহীত ছবি

বিভিন্ন সময়েই অনেক ছেলেরাই ভাবেন যে, কীভাবে সেরা প্রেমিক হয়ে উঠা যায় কিংবা আদর্শ প্রেমিকের বৈশিষ্ট্যই বা কী! এবার এক অভিনেত্রী কথা বললেন এই বিষয়ে। সম্প্রতি উর্বশী রাউতেলা জানালেন যে তার চোখে আদর্শ প্রেমিক কে বা কেমন পুরুষ। শুধু তাই নয়, তিনি এও জানান যে সেরা প্রেমিক হতে গেলে কোন কোন গুণ থাকা চাই। 

ভাবছেন কী সেই গুণ? বিশেষ কিছু না, সরি বলতে হবে।

এতেই নাকি নারীরা খুশি হয়ে যান।

সামনে উর্বশী রাউতেলাকে 'জাট' ছবিতে দেখা যাবে। বর্তমানে সেই ছবির প্রচারেই ব্যস্ত অভিনেত্রী। এই ছবির প্রচারে গিয়েই সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

জানালেন সম্পর্ক টিকিয়ে রাখতে, ভালো রাখতে ছোট ছোট ব্যবহার, আচারই যথেষ্ট। 

তিনি এদিন তার গান টাচ কিয়া প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে বলেন, এটা একদম সহজ জিনিস। এই দুনিয়ার যে কোনো মেয়েই চায় তার প্রেমিক তাকে সরি বলুক। আর কোনো মেয়ের কাছে ক্ষমা চেয়ে যদি তাকে খুশি করতে পারেন তাহলে জানবেন আপনি জিতে গেছেন।

এই গানের লিরিক্সগুলো খুবই বাস্তবসম্মত। আমি তোমাকে আমার মন দিয়ে দেব, কিন্তু তার আগে সরি বলো। আমি জানি অনেক মেয়েরাই এটার সঙ্গে মিল পাবেন।

উর্বশী এদিন আরও বলেন, আপনি যদি সেরা প্রেমিক হতে চান বা সেরা স্বামী হতে চান তাহলে শুধু ক্ষমা চান। সরি বলুন।

আপনার সঙ্গীকে খুশি রাখুন। আমার বিশ্বাস এই গানটার সঙ্গে যুব সমাজ বেশ কিল পাবে। সব মেয়েই চায় তার সঙ্গী তার কাছে ক্ষমা চাক যাই হোক না কেন।

প্রসঙ্গত, 'জাট' ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। এখানেই টাচ কিয়া গানটিতে নাচতে দেখা যাবে উর্বশী রাউতেলাকে।

প্রাসঙ্গিক
মন্তব্য

হত্যা মামলায় গ্রেপ্তার শমী কায়সার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
হত্যা মামলায় গ্রেপ্তার শমী কায়সার
শমী কায়সার

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জানানো হয়েছে এ তথ্য। এর আগে গত ৫ নভেম্বর দিবাগত রাতে উওরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আটক করা হয় এ অভিনেত্রীকে।

আরো পড়ুন
জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

 

গত ১২ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পান।

ওইদিন তার জামিন প্রশ্নে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব ও জিসান হায়দার।

আরো পড়ুন
খালি বাড়ির বিদ্যুৎ বিল লাখ টাকা, চটলেন কঙ্গনা

খালি বাড়ির বিদ্যুৎ বিল লাখ টাকা, চটলেন কঙ্গনা

 


 
ওই মামলায় এর আগে নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার।

এ আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এরপর আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে এ–সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেন।
এর ধারাবাহিকতায় রুলের ওপর শুনানি শেষে রায় দেয়া হয়।

আরো পড়ুন
৯ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

৯ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

 

১৯৭০ সালে জন্মগ্রহণ করেন শমী। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন।

সে হিসেবে শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ