ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদক ও অস্ত্র উদ্ধার বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার ক‌রা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিকে মাটিরাঙ্গার মুসলিমপুর এলাকা থেকে মা‌লিকবিহীন অবস্থায় পড়েছিল অস্ত্রটি।

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা কালে মা‌টিরাঙ্গা পৌরসভার মুসলিমপুরস্থ জনৈক মমরাজ আলীর বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি এক নলা সচল কাটা বন্দুক উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌ‌ফিকুল ইসলাম জানান, 'রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ব্যবহারকারীর সন্ধানে গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যহত রয়েছে। উদ্ধারকৃত বন্দুকটি মাটিরাঙ্গা থানা হেফাজতে রয়েছে। বিধি মোতাবেক অস্ত্রটি বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলেও জানান তি‌নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

পাঠাগারে নাস্তিকতা ছড়ানোর অভিযোগ, ৫ বস্তা বই ইউএনও’র কাছে জমা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
পাঠাগারে নাস্তিকতা ছড়ানোর অভিযোগ, ৫ বস্তা বই ইউএনও’র কাছে জমা
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি পাঠাগার থেকে নেওয়া পাঁচ শতাধিক বই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছে একদল যুবক। তাদের দাবি, পাঠাগারের বইগুলো নাস্তিকতা ছড়াচ্ছে। এসব বই পড়ে যুবসমাজ ধর্মবিরোধী হয়ে উঠছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার অভয়ারণ্য পাঠাগারে ঘটনাটি ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মাহমুদ শনিবার জানান, কারো অনুমতি ছাড়া বইগুলো পাঠাগার থেকে যুবকেরা নিয়ে এসেছেন। উভয়পক্ষকে নিয়ে রবিবার বিকেলে সমস্যা সমাধানের লক্ষ্যে বৈঠক হবে। 

তিনি আরো জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঠাগার পরিদর্শন করেছেন। উভয়পক্ষের সঙ্গে কথা হয়েছে।

পরদিনই বৈঠকের কথা ছিল। কিন্তু দুইপক্ষের সময় না মেলার কারণে বসা হয়নি।

অভয়ারণ্য পাঠাগারের সাধারণ সম্পাদক দূর্জয় চন্দ্র ঘোষ দাবি করেন, ২০১৫ সালে অভয়ারণ্য পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা দেড় শতাধিক।

গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে একদল যুবক পাঠাগারে এসে বই বস্তায় ভর্তি করেন। তারা বলেন এখানে কোনো পাঠাগার থাকতে দেবেন না। বই পুড়িয়ে ফেলবেন। এ সময় ধনবাড়ী থানার একজন কর্মকর্তা সেখানে উপস্থিত হলে তারা বইগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন। 

তিনি আরো দাবি করেন, বইগুলোর কোনোটিই ধর্মবিরোধী নয়।

এখানে জাতীয় কবি নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বরেন্দ্র লেখকের লেখা বই রয়েছে।

আরো পড়ুন
আন্তধর্মীয় সম্প্রীতি ছাড়া সংহতি বজায় সম্ভব নয়

আন্তধর্মীয় সম্প্রীতি ছাড়া সংহতি বজায় সম্ভব নয়

 

পাঠাগার থেকে বই নিয়ে যাওয়ার ঘটনায় নেতৃত্ব দেন খেলাফত যুব মজলিস ধনবাড়ী শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রিশাদ। তার সঙ্গে ১০ থেকে ১৫ জন যুবক ছিলেন। গোলাম রব্বানী রিশাদের দাবি, অভয়ারণ্য পাঠাগার যারা পরিচালনা করেন, তারা নাস্তিক। ইসলাম, হিন্দুসহ সব ধর্মের বিরোধী। গত বুধবার এই পাঠাগারের সদস্য আশিক নোমান ফেসবুকে ধর্মবিরোধী একটি পোস্ট দেয়। আমরা আশিক নোমানকে ডেকে কথা বলি। সে তার ভুল বুঝতে পারে। তার কাছ থেকে জানতে পারি, সে ওই পাঠাগারের সঙ্গে জড়িত হয়ে ধর্মবিরোধী হয়ে উঠেছে। এ জন্য গত বৃহস্পতিবার আমরা ওই পাঠাগারে গিয়ে যে বইগুলো ধর্মবিরোধী মনে হয়েছে, তা নিয়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছি।

মন্তব্য

সাবেক প্রতিমন্ত্রীর দখল করা ‘তালুকদারি’ কেড়ে নিচ্ছে এলাকাবাসী

রফিকুল ইসলাম, বরিশাল
রফিকুল ইসলাম, বরিশাল
শেয়ার
সাবেক প্রতিমন্ত্রীর দখল করা ‘তালুকদারি’ কেড়ে নিচ্ছে এলাকাবাসী
ছবি: কালের কণ্ঠ

পটুয়াখালীর কলাপাড়া (খেপুপাড়া) থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এ কে এম ইসমাইল তালুকদার। সমুদ্রসৈকত কুয়াকাটার আশপাশে তার পারিবারিক অনেক কৃষিজমি ছিল। সংগঠনের হাল ধরতে গিয়ে কৃষক বাবার রেখে যাওয়া সেই জমি ইসমাইল তালুকদার একটু একটু করে সব বিক্রি করেছেন। শেষমেষ নিজের ভিটেবাড়ির বড় একটা অংশও বিক্রি করেছিলেন।

একটা সময় তিনি প্রায় নি:স্ব হয়ে পড়েন।

ঠিক তখনই পরিবারের হাল ধরতে তার ছেলে মো. মাহবুবুর রহমান ওরফে মাহবুব তালুকদার বিদেশে পাড়ি জমান। আশির দশকের শেষভাবে কলাপাড়ায় ফিরে পরিবারের পাশাপাশি হাল ধরেন আওয়ামী লীগের। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

তখন থেকেই বাবার বিক্রি করা জমি উদ্ধারে তিনি দখল মিশনে নামেন। সেই মিশনের পাশাপাশি অনেকের জমিই তিনি জবরদখল করেন। এভাবে তিনি জমি দখল করে নামের সঙ্গে মিল রেখে কলাপাড়ায় ‘তালুকদারি’ গড়ে তোলেন।

দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তিনবারের সংসদ সদস্য হয়েও তিনি পরপর অনুষ্টিত দুটি নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হন।

তাঁর আপন ফুপাত ভাই মো. মহিববুর রহমান দলীয় মনোনয়ন পান। তাকেও প্রতিন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ফলে মাহবুব তালুকদার রাজনীতিতে কোনঠাসা হয়ে পড়েন। আওয়ামী লীগ সরকারের পতনের পর মাহবুবের দখল করা সেই ‘তালুকদারি’ এলাকাবাসি কেড়ে নিতে শুরু করেছেন। ইতোমধ্যে জমির কয়েকজন মালিক মামলাও করেছেন।

রাজনীতিতে উত্থান যেভাবে

মাহবুব তালুকদার ১৯৯০ সালে কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করে হেরে যান। কিন্তু ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পেয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন। ২০১৪ সালেও তিনি কথিত ‘বিনা ভোটে’র নির্বাচনে টানা তৃতীয়বার সংসদ সদস্য হয়েছেন।

কিন্তু দুর্নীতির অভিযোগের কারণে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাননি। একই কারণে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। তাঁর আপন ফুপাত ভাই মো. মহিববুর রহমান দলীয় মনোনয়ন পান। তাকেও প্রতিন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মাহবুব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে দলীয় মনোনীত প্রার্থী মো. মহিববুর রহমানের কাছে হেরে যান।

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবারসহ মাহবুব আত্মগোপনে চলে যান। এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক আইনে একাধিক মামলা দায়ের হয়। একইসঙ্গে জমি দখল করে তার গড়ে তোলা তালুকদারি বেদখল হতে শুরু করে। এতে মানষিকভাবে তিনি বিচলিত হয়ে পড়েন। ঢাকার একটি হাসপাতালে প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় গতবছরের ২২ সেপ্টেম্বর তিনি মারা যান।

‘তালুকদারি’ উদ্ধারের নামে দখলবাজি

কলাপাড়া পৌর শহরের কুমারপট্রি এলাকায় সাবেক প্রতিমন্ত্রী মাহবুব তালুকদারের দ্বিতল ভবন। লাগোয়া পশ্চিম পাশের সাড়ে ৪ শতাংশ জমি ১৯৭৭ সালের ১৪ জুন ইসমাইল তালুকদার বিক্রি করেন। জমি নিয়ে সেখানেই মো. খলিলুর রহমান ওরফে চুন্নু মিয়ার বসবাস করছিলেন। তিনি এক সময় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। 

২০০৮ সালের নির্বাচনের পর মাহবুব তালুকদার পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০০৯ সালের ২ সেপ্টেম্বর কতিপয় সন্ত্রাসীরা মাহবুব তালুকদারের নির্দেশে অস্ত্রের মুখে চুন্নু মিয়ার বসতবাড়ি দখল করে। দখলের ৮ দিন পর ১০ সেপ্টেম্বর রাতে ওই জমি মাহবুব জোরপূর্বক লিখে নেন। এই ঘটনার প্রায় ১৬ বছর পর মাহবুব তালুকদার, তাঁর ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. হাবিবুর রহমানসহ ২৭ জনের নামে চুন্নু মিয়া গতবছরের ১৫ সেপ্টেম্বর আদালতে মামলা করেছেন।

চুন্নু মিয়া বলেন, আমার বসত ভিটা থেকে নামিয়ে দেওয়ার পর শোকে-কষ্টে আমার স্ত্রী মাজেদা বেগম ২০১৭ সালের ২১ জুলাই মৃত্যুবরণ করেন। কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে বিচারক থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার এক আসামি গ্রেপ্তার হলেও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. হাবিবুর রহমানসহ অপর আসামি পলাতক রয়েছেন।

 মাহবুব তালুকদারের আরেক প্রতিবেশী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। মাহবুরের বাবার কাছ থেকে সোয়া ৬ শতাংশ জমি তারা কিনেন। সেখানে টিন-কাঠের তৈরি বড় ঘর ছিল। জমির পিছনের অংশে আরেকটি ঘর ছিল। দেখাশোনার সেখানে একজন কেয়ারটেকার থাকতেন। প্রতিমন্ত্রী থাকাকালীন মাহবুব পুরো জমিটি জোড়পূর্বক দখল করেন। সীমানা প্রাচীর দিয়ে নিজের জমির সঙ্গে যুক্ত করেছেন।

অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, 'সাবেক প্রতিন্ত্রীর আমার বাড়িসহ পাশের আরেকটি বাড়ি দখল করেন। পরবর্তীতে তিনি দখলকৃত জমির দলিল সম্পাদন করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু আমি জমির দলিল দেয়নি। দখল হওয়া জমি ফিরে পেতে আইনী প্রক্রিয়া শুরু করেছি।'

খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিমিটেডের সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু বলেন, 'মাহবুব তালুকদারের ভবনের পাশেই শতবর্ষী সোসাইটির অয়েল মিল ছিল। সেই মিলের অন্তত ৫ শতাংশ জমি তিনি প্রচীর দিয়ে দখল করেছেন। সেই ঘটনায় থানায় সাধারন ডায়েরি করা হয়েছিল। কিন্তু প্রতিমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহন করেনি। সেই জমি উদ্ধারের জন্য সম্প্রতি সোসাইটি আইনী প্রক্রিয়া শুরু করেছে।'

মাদ্রাসার জমি দখল
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় ১৪ একর ২ শতাংশ জমি জাল জালিয়াতি করে দখলে রেখেছেন মাহবুব তালুকদার। পটুয়াখালীর দুমকি উপজেলার জলিশা-জাটরা হাসানিয়া সিনিয়র মাদ্রাসা এ জমির মালিক ছিল। ১৯৬৩ সালে এই জমি মাদ্রাসার নামে কবলা করে দেন কলাপাড়া পৌর শহরের বাসিন্দা মোজাম্মেল হক মুন্সীর পরিবার।

প্রায় ৪৭ বছর পর ২০০৯ সালে এ জমির দখল হারায় মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতিমন্ত্রী থাকাকালীন মাদ্রাসার ৮ একর জমি মাহবুব নিজের নামে লিখে নেন। ২০০৯ সালের ১০ জুলাই এই দলিল সম্পাদিত হয়। মাহবুবের ভাগনি জামাই আবু সালেহ, কলাপাড়া ভূমি অফিসের তৎকালীন নাজির রফিকুল ইসলাম এবং টিয়াখালী এলাকার গাজী আব্বাস উদ্দিন বাচ্চু বাকি জমি তাঁদের নামে ভুয়া দলিল দিয়ে দখল করেন।

কলাপাড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী বলেন, মাদ্রাসায় দানকৃত জমির প্রায় ৬ একর পায়রা বন্দর কর্তৃপক্ষ অধিগ্রহন করে। তার বিপরীতে মাদ্রাসা কর্তৃপক্ষকে সাড়ে ৩ কোটি টাকা দিয়েছিল। কিন্তু উচ্চ আদালতে মামলার কারনে সেই টাকা উত্তোলন করা সম্ভব হয়নি। তবে অপর জমি সম্প্রতি মাদ্রাসা দখলে নিয়েছে।

মাহবুব পরিবার যা বলছেন
মাহবুব তালুকদারের ছোটবোন সুরাইয়া বেগম কালের কণ্ঠকে মুঠোফোনে বলেন, তার ভাইয়ের বেশকিছু জমি ৫ আগষ্টের পর দখল হয়েছে। আরো কিছু জমি দখলের চেষ্টা করা হচ্ছে। তবে জমিজমার বিষয়টি তার ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. হাবিবুর রহমান ভালো বলতে পারবেন। তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করিয়ে দেওয়ার কথা বলে তিনি আর ফোন ধরছেন না।

মো.হাবিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এমনকি তাকে খুর্তে বার্তা পাঠালেও তিনি তাতে সাড়া দেননি। মাহবুব তালুকদারের স্ত্রী প্রীতি রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন বলে সুরাইয়া বেগম কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

মন্তব্য
কুমিল্লা

বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে পৃথক সংঘর্ষে আহত ২১

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে পৃথক সংঘর্ষে আহত ২১
সংগৃহীত ছবি

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) লাকসাম উপজেলার আজগরা এবং মনোহরগঞ্জের বাইশগাঁও ও নাথেরপেটুয়া ইউনিয়নে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে লাকসামের আজগরা হাজি আলতাফ আলী হাই স্কুল ও কলেজ মাঠে উপজেলার আজগরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলকে ঘিরে কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈতী কালাম) ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোরুল আজিমের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

এক পর্যায়ে দুপক্ষের অনুসারী কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের অনুসারী স্থানীয় যুবদল ও ছাত্রদলের অন্তত ৬ নেতাকর্মী আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের মাঝেই ওয়ার্ড কমিটি ঘোষণা হয়।
 

লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম জানান, শনিবার আজগরা স্কুল ও কলেজ মাঠে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল চলছিল। ঠিক তখন বাহিরে প্রার্থীর সমর্থন নিয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও সামান্য হাতাহাতি হয়। পরে দায়িত্বশীলদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এতে কাউন্সিলে কোনো সমস্যা হয়নি।

অন্যদিকে একইদিন সকালে মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কাউন্সিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুরুতর আহত হন। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বাইশগাঁও ও আশপাশের এলাকার দলের উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, শনিবার সকালে মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সভাপতি পদে বিএনপি নেতা সুলতান আহমেদ এবং হোসাইন মোহাম্মদ হেলাল প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট প্রদান ও সমর্থন নিয়ে সুলতান ও হেলালের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় সংঘর্ষে সুলতানের অনুসারী এক কর্মী এবং হেলালের অনুসারী তিন কর্মী গুরুতর আহত হন।

বাইশগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সুমন পাটোয়ারী বলেন, কমিটি ঘোষণা শেষে হঠাৎ সুলতান ও হেলালের অনুসারী কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পাল্টাপাল্টি সংঘর্ষে চার নেতাকর্মী আহত হন। নিজেদের মধ্যে এমন সংঘর্ষ, হানাহানি অত্যন্ত দুঃখজনক।

অপরদিকে একই উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি স্কুল মাঠে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলেও আবুল কালাম ও আনোরুল আজিমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

নাথেরপেটুয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. হারুনুর রশিদ জানান, শনিবার সকালে স্থানীয় কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাথেরপেটুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল অনুষ্ঠান শুরু হয়। হঠাৎ দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে জেলার নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করে কাউন্সিল অসমাপ্ত রেখেই স্থান ত্যাগ করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ২

লালমাই-সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
লালমাই-সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ২
জাহাঙ্গীর হোসেন ও এনামুল হোসেন বাচ্চু

কুমিল্লার লালমাইয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণ ও সহায়তার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। সে পেশায় একজন সিএনজি অটোরিকশার চালক।

আর এনামুল হোসেন বাচ্চু একই ইউনিয়নের পাড়া দৌলতপুর গ্রামের মৃত আবদুল ওয়াদুধের ছেলে। তিনি পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও পাড়াদৌলতপুর গ্রামের সর্দার।

প্রতিবন্ধীর মা খোরশেদা বেগম বলেন, আমার মেয়েটা প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার দুপুরের পর জাহাঙ্গীর ঘরের পেছনের জানালা দিয়ে ডাক দিলে মেয়ে বের হয়ে যায়।

জাহাঙ্গীর তাকে গ্রামের গার্ড বাড়ির একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। মেয়ে ঘরে এসে আমাকে জানালে আমি গ্রামের সর্দার-মাতবরদের বিষয়টি জানাই।

তিনি আরো বলেন, শুক্রবার সকাল ৭টায় পাড়া দৌলতপুরের সর্দার এনামুল হোসেন বাচ্চু গ্রামের চা দোকানে (মারিয়াম স্টোর) বসে মাতবরদের নিয়ে জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং কান ধরে উঠবস করান। সালিসে রায় কার্যকরের ৫০০ টাকা তাৎক্ষণিক উৎসবপদুয়ার জয়নাল সর্দারের কাছে জমা দেওয়া হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সিএনজি চালক জাহাঙ্গীর হোসেন এবং সালিস বৈঠক করে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে গ্রাম সর্দার এনামুল হোসেন বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ