গত বছরের শেষদিকে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। দুজনের বিচ্ছেদ ছিল ‘টক অব দ্য টাউন’। একে অপরের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানেন দুজন। তবে দাম্পত্য জীবন শেষ হলেও এখনো সায়রা বানু নিজেকে রহমানের স্ত্রী হিসেবেই দাবি করেন।
আমরা এখনো স্বামী-স্ত্রী, ডিভোর্স প্রসঙ্গে সায়রা বানু
বিনোদন ডেস্ক

সম্প্রতি রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে স্পষ্ট বার্তা দেন সায়রা বানু। সায়রা জানান, তিনি রহমানের ‘প্রাক্তন স্ত্রী’ নন। তিনি জানান, তাদের বিচ্ছেদ হলেও আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়নি।
অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে এ আর রহমানকে হাসপাতালে ভর্তি করা হলে তার দ্রুত সুস্থতা কামনা করে সায়রা বানু একটি বিবৃতি দিয়েছেন।
সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ ও অ্যাসোসিয়েটসের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এ আর রহমানের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে, আমি নিজেও অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার পথে রয়েছি এবং আমি তার পাশে আছি। আমরা আমাদের সব শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।
একটি অডিও বার্তায় সায়রা বলেন, আমি সবাইকে জানাতে চাই যে আমরা আনুষ্ঠানিকভাবে তালাকপ্রাপ্ত নই, আমরা এখনো স্বামী-স্ত্রী।
গত বছরের ১৯ নভেম্বর এ আর রহমান ও সায়রা বানু তাদের তিন দশকের দাম্পত্য শেষ করার ঘোষণা দিয়েছিল। তাদের আইনজীবীর মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, সম্পর্কের মধ্যে ‘গভীর মানসিক চাপ’ থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রহমান ও সায়রা, তাদের তিন সন্তান খাদিজা, রাহিমা ও আমিন।
সম্পর্কিত খবর

আইনজীবী হতে চান আঁখি আলমগীর!
বিনোদন প্রতিবেদক

খুব ছোটবেলায় ঈদের আগে নিউমার্কেট থেকে আর্ট পেপার কিনে নিজ হাতে কার্ড বানাতেন সংগীত তারকা আঁখি আলমগীর। সমসাময়িক ভাই-বোন বা বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা হতো, কার তৈরি কার্ড সবচেয়ে বেশি সুন্দর হয়। দেশের ভেতর আত্মীয়-স্বজন, বন্ধুরা পেতো সেই কার্ড। কখনো আবার দেশের বাইরে থাকা আত্মীয়-স্বজনদেরও সেই কার্ড পাঠানো হতো।
ঈদের আনন্দের মুহূর্তের কথা টেনে আঁখি আলমগীর বলেন, ‘আমি এখনো দেশের বাইরে গেলে কার্ডের দোকানে যাই। কার্ড কিনি। প্রিয়জনদের জন্য বা হয়তো নিজের জন্য কার্ড কিনে দেশে ফিরে ড্রয়ারে রেখে দেই। এটি আমার অন্য ধরনের ভালো লাগার একটি বিষয়’
মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদের বিশেষ আয়োজনে এসে এই সংগীতশিল্পী জানান, একসময় প্রিয়জনকে চিঠি লিখতেন।
আঁখি আলমগীরের জীবনীশক্তি বরাবরই প্রশংসা পায় সংগীত জগতে। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, একবার বাংলা নববর্ষে একই দিনে ৩টি শোতে বিরতিহীনভাবে গান করার অভিজ্ঞতাও রয়েছে। বেশ কয়েকবার ঢাকার বাইরে থেকে শো করে জ্যাম ঠেলে ঢাকায় আরেকটি শো ধরার রেকর্ডও রয়েছে।
অভিনয় ও সংগীত-দুই শাখাতে একমাত্র শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আঁখি আলমগীর বলেছেন, আইন বিষয়ে পড়াশোনার মাঝেই ছেদ পড়েছিল। তবে সুযোগ পেলে নতুন করে পড়াশোনা শেষ করে আইনজীবী পরিচয়েও নিজেকে পরখ করে নিতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান।
রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।

১২০ কোটি কর দিলেন, গতবছর কত আয় করেছেন অমিতাভ?
বিনোদন ডেস্ক

বলিউডের শাহনেশা তিনি। রুপালি পর্দায় কয়েক দশক ধরে একচ্ছত্র আধিপত্য তার। ক্যারিয়ারে বহু উত্থান পতন দেখেছেন। অর্থ বিত্ত আভিজাত্যে যেমন ছিলেন সবার সেরা, তেমনই ঋণের দায়ে জর্জরিত হয়ে দেউলিয়া পর্যন্ত হয়েছেন।
পিঙ্কভিলার একটি নতুন রিপোর্ট অনুসারে, ২০২৪-২৫ অর্থ বর্ষে অমিতাভের আয় দাঁড়িয়েছে ৩৫০ কোটি টাকা।
জানা গেছে, অমিতাভের আয়ের অন্যতম উৎস হল ফিল্ম প্রজেক্ট, এনডোর্সমেন্ট ডিল এবং জনপ্রিয় গেম শো কৌন বনেগা ক্রোড়পতির হোস্টিং করা।
বর্তমানে জনপ্রিয় টিভি কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৬-এর সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। অমিতাভকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ভেট্টাইয়া’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’ চলচ্চিত্রে। ভেট্টাইয়াতে তাকে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল। তিন দশক পর রজনীকান্তের সঙ্গে পর্দায় ফের জুটি বাঁধেন অমিতাভ।

ডিসেম্বরে বিয়ে করছেন মধুমিতা
বিনোদন ডেস্ক

মধুমিতা সরকারের জীবনে এসেছে নতুন বসন্ত। প্রেম করছেন অভিনেত্রী। সম্পর্কের বয় প্রায় ৫ বছর। গেল পূজায় অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি।
মাঝেমধ্যেই কাছের মানুষের সঙ্গে বেরিয়ে পড়েন এদিক সেদিক ঘুরতে। এবারো দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে।
মধুমিতা জানিয়েছেন, “এই বছর ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের শুরুর দিকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে আমাদের। কারণ শীতকাল আমাদের দুজনেরই বেশ পছন্দ।”
পাহাড় তাদের এতটাই প্রিয় যে এর পরই অভিনেত্রীর সংযোজন, “বিয়ে না হওয়া পর্যন্ত পাহাড়ে স্মৃতি তৈরি করে যাব।
এর আগে তিনি জানিয়েছিলেন, “২০১৯ সালে আমাদের প্রথম দেখা। কিন্তু কোনোভাবে আমরা সংস্পর্শে ছিলাম না। তবে মাসখানেক আগে আবার আমাদের দেখা হয়। তারপর থেকেই ফের টেক্সট চালাচালি শুরু। বন্ধু হিসেবেই প্রথমে কথা বলা শুরু করেছিলাম।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর পর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তার ঝুলিতে। অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু সে সম্পর্ক টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়।
সেই বছরই দেবমাল্যর সঙ্গে পরিচয় হয়। প্রথম বিয়ে ভাঙার পর ক্যারিয়ারে মন দেন অভিনেত্রী। তবে গত বছর পূজাতেই মধুমিতার জীবনে উঁকি দেয় নতুন প্রেম। প্রেমিকের সঙ্গে সম্পর্কের ঘোষণা নিজেই করেছিলেন মধুমিতা।

বক্স অফিস
আয়ে পাঠান ও অ্যানিমেলকে টপকে গেল ভিকির ‘ছাভা’
বিনোদন প্রতিবেদক

ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই দখলে নিয়েছে ভারতীয় বক্স অফিস। গড়েছে একের পর এক রেকর্ড। এবার রেকর্ড ভাঙতে ভাঙতে পেছনে ফেলে দিল বলিউড বাদশা শাহরুখ খান ও রণবীর কাপুরের সিনেমাকেও।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা তো বটেই, বর্তমানে শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর আয়কেও পিছনে ফেলে দিয়েছে ‘ছাভা’! সিনেমাটি পঞ্চম রবিবার ৮ কোটি টাকা আয় করেছে। যার মধ্যে হিন্দিতে ৭.২৫ কোটি এবং তেলেগুতে ০.৭৫ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে ৩১ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৬২.৬৫ কোটি টাকায় (হিন্দি: ৫৪৮.৭ কোটি এবং তেলেগু: ১৩.৯৫ কোটি )।
রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার ২০২৩ সালের ব্লকবাস্টার ক্রাইম ড্রামা ‘অ্যানিম্যাল’-এর ভারতীয় বক্স অফিস আয়কে ছাড়িয়ে গিয়েছে ছাভা।
এদিকে, আয়ের পাশাপাশি ছাভায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল। সম্ভাবি মহারাজের চরিত্রে অভিনেতা নিজেকে রীতিমতো সপে দিয়েছেন বলা যায়। এই চরিত্রের জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা।
ছাভায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশলকে। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশ্মিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্নার। সিনেমাটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন। সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায়।