<p>বিজিবির হাতে গত সোমবার (১৮ নভেম্বর) রাতে আটক হন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ। দৃশ্যমান সম্পত্তির বাইরে সম্প্রতি তার একটি বাগানবাড়ির সন্ধান পাওয়া গেছে। অভিযোগ রয়েছে সেই বাড়িটি বালু নদীর ফোরশোর ও হিন্দুসম্প্রদায়ের জমি দখল করে গড়ে তোলা হয়েছে। স্থানীয়ভাবে এই জমির মূল্য ১৬০ কোটি টাকা।</p> <p>সেই বাগান বাড়িতে এখন কেউ নেই। কিরণ আটকের পর বাড়ির গেটে তালা মেরে পালিয়ে গেছেন নিরাপত্তা কর্মীরা। </p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে বালু নদীর পূর্ব তীরে অবস্থিত রয়েন গ্রাম। এর বিপরীত তীরে ছিকুলিয়া গ্রাম। এই গ্রামের পূর্বাংশে বালু নদীর ফোরশোরে নদীর তীর দখল করে কিরণ গড়ে তুলেছেন বিলাসবহুল এ বাগান বাড়ি। কিরণের আটকের খবরে সে বাড়ির নিরাপত্তারক্ষীরা প্রধান গেটে তালা মেরে পালিয়ে যান।</p> <p>সরেজমিনে দেখা যায়, বিশাল আকৃতির ওই গেটের ভেতরে বালু নদীর তীরে বালু ভরাটের কাজ চলছিল। ভেতরে বেশ কয়েকটি ভবনও নির্মাণ করা হয়েছে। থাকার জন্য বাংলো, ফুলের বাগানসহ একটি পরিপূর্ণ রিসোর্টের কাজ চলমান।</p> <p>স্থানীয়রা বলছেন, দুই দিন আগেও লোকজন ছিল। এখন নেই। তালা মেরে চলে গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কিরণের ফাঁসির দাবিতে উত্তাল গাজীপুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732108946-fe5df232cafa4c4e0f1a0294418e5660.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কিরণের ফাঁসির দাবিতে উত্তাল গাজীপুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448810" target="_blank"> </a></div> </div> <p>বিলাসবহুল বাগান বাড়িটির মালিক কে, এই প্রশ্নের জবাবে স্থানীয় এক বাসিন্দা বলেন, মেয়র কিরণ স্যার এই বাড়ির মালিক।</p> <p>তিনি কতটুকু জমি কিনেছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা বললে আমার বিপদ হবে। আমি জানি না।’</p> <p>তবে এই জমি ক্রয়ের ক্ষেত্রে দালালি যারা করেছেন তাদের দুই জন নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে জানান, জমি কেনা হয়েছে ১০ বিঘার মতো। বায়না করা আছে আরো ১০ বিঘা। বাকি জমি কিরণ কিভাবে নিয়েছেন, তা তারা জানেন না। তবে হিন্দুদের জমি ও বালু নদীর ফোরশোর দখলের মাধ্যমে কিরণের ৪০ বিঘা হয়েছে এটা নিশ্চিত করেছেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক মেয়র কিরণের সম্পদের পাহাড়" height="66" src="https://cdn.kalerkantho.com/files/shares/default-img.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক মেয়র কিরণের সম্পদের পাহাড়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/news/2024/11/21/1448912" target="_blank"> </a></div> </div> <p>২০২১ ও ২০২২ সালে ভারপ্রাপ্ত মেয়র থাকাকালে কিরণ নিজের ও তার প্রতিষ্ঠান গ্রীনডট বিল্ডার্সের নামে ৩.২৬ একর জমি ক্রয় করে জমাভাগ করেছেন। মোট ৬টি নামজারি করে জমাভাগ করার পর খাজনা পরিশোধ করেছেন তিনি। হিন্দুদের জমি নাম মাত্র মূল্যে ক্রয় করেছেন কিরণ। একই সঙ্গে বালু নদীর ফোরশোরও দখল করে মাটি ও বালু ভরাট করেছেন। এখন এই বাগান বাড়ির আওতায় প্রায় ৪০ বিঘা জমি বলে জানিয়েছেন স্থানীয়রা। ১০ বিঘা জমি ক্রয় করে দখল করতে করতে এখন ৪০ বিঘার মত জমি কিরণের কব্জায় বলে জানিয়েছেন দায়িত্বশীল সূত্র। ক্ষমতায় থাকলে এই জমির পরিমাণ শত বিঘা অতিক্রম করত বলে অভিমত তাদের।</p> <p>এই বিষয়ে পূবাইল ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আরিফ উল্লাহ কালের কণ্ঠকে জানান, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ নিজ নামে ও তার প্রতিষ্ঠান গ্রীনডট বিল্ডার্সের নামে ২০২১-২০২২ সালে মোট ৬টি খারিজের মাধ্যমে ৩.২৬ একর জমির মালিক হয়েছেন। বাকি জমির বিষয়ে তিনি কিছু জানেন না।</p> <p>জমি কেনা-বেচার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান বলেছেন, সেখানের জমি কাঠা প্রতি ২০ লাখ টাকায় বিক্রি হয়। সে হিসেবে ৪০ বিঘা জমির মূল্য ১৬০ কোটি টাকা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শ্রমিক থেকে নিউ ইয়র্কে ৩ বিলাসবহুল বাড়ির মালিক কিরণ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732016747-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শ্রমিক থেকে নিউ ইয়র্কে ৩ বিলাসবহুল বাড়ির মালিক কিরণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/19/1448383" target="_blank"> </a></div> </div> <p>৫ আগস্টের আগে কিরণ কালের কণ্ঠের এই প্রতিনিধিকে বলেছিলেন, তার কোনো অবৈধ সম্পদ নেই।</p> <p>গত সোমবার যশোরের শিকারপুর সীমান্তে বিজিবির হাতে আটক হন আসাদুর রহমান কিরণ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলাসহ ৭টি মামলা রয়েছে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ। যশোরে ভারতে অনুপ্রবেশের মামলার আনুষ্ঠানিকতা শেষে কিরণকে টঙ্গীতে আনা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।</p>