<p>মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের ধাক্কা লেগে দুই জেলে নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই খবর জানানো হয়। </p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জেলেদের নৌকাটিতে ১৩ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো দুইজন নিখোঁজ। ভারতীয় নৌবাহিনী তাদের খোঁজে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। এই অভিযানে ছয়টি জাহাজ এবং বিমান মোতায়েন করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শরীরের সঙ্গে পোকামাকড় বেঁধে পাচারের চেষ্টা, আটক ১" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732266649-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শরীরের সঙ্গে পোকামাকড় বেঁধে পাচারের চেষ্টা, আটক ১</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/22/1449430" target="_blank"> </a></div> </div> <p> ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোয়া উপকূল থেকে ৭০ নটিক্যার মাইল দূরে মাছ ধরা নৌকা মারথমার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষের ঘটনা ঘটে। কিভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটনে তদন্ত করা হবে বলে জানিয়েছে দেশটি। </p> <p>সূত্র : এনডিটিভি</p>