<p>বরগুনার আমতলীতে একটি পাগলা কুকুরের কামড়ে শিশু, কিশোরসহ ৩২ জন আহত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) পৌর শহরের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। </p> <p>স্থানীয়রা জানায়, সকাল ৯টা সময় আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া ও নান্নু মোল্লার বাসার সড়কে অবস্থিত এনএসএস অফিসের সাপোর্ট স্টাফ মাসুদ রানা (৪৫) কাজ করছিলেন। ওই সময় একটি কুকুর এসে তাকে কামড় দেয়। এরপর একে একে একই ওয়ার্ডের রাফিন (৬), জাহিদ (১৫), তানিয়া বেগম (১১), আবু রায়হান (১২), তানজিল আহম্মেদ (১৫), লাল চান (১০), তমাল (২৪), আপন হাওলাদার (২০), শাকিব (১৪), শংকর (৩২), জোহামনি (৯), সীমা (২৯), শফালী (৫০), নির্মল (৫৫), ইয়ামনি (১১), নয়ন (১৯), মোমেনা (১৭), হাফছা (৩২), এখলাস (১৩), আব্দুল মন্নান (৩৩), ইয়ামিন (১৪), বাচ্চু মিয়া (৪০) এবং তিন নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ (৭), আরাফাত (৯), আব্দুল মালেক (৭৫), হাসিব (৭), ইউসুব (২৪), সাগর (১৯), আরিফ (১৮), শাহাভানু (১০৪), নির্মলকে (৫৫) কামড়ায় ওই কুকুরটি। </p> <p>কুকুরের কামড়ে আহত শিশু রাফিন জানায়, বাড়ির সামনে মাঠে খেলা করার সময় কালো রঙের একটি কুকুর এসে ২-৩টি কাপড় দিয়ে দৌড়ে চলে যায়। </p> <p>রাফিনের বাবা মোস্তফা মাতুব্বর বলেন, 'ছেলেটির চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সে চিৎকার করছে। ভয়ে তার শরীর কাঁপছিল। দ্রুত তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল ও পৌরসভায় টিকা না থাকায় বাহির থেকে কিনে টিকা দিয়েছি।'</p> <p>আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সত্তোরোর্ধ আব্দুল মালেক জানান, 'একে সরকারি হাই স্কুলের সড়ক ধরে বাসায় ফিরছিলাম। একটি কুকুর এসে আমাকে কামড় দেয়। ভয়ে আমি দৌড় দিয়েও রক্ষা পায়নি। পরে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিয়েছি।'</p> <p>পাগলা কুকুরে কামড়ের ৩২ জন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় আমতলী পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। ওই ওয়ার্ডের যুবকেরা লাঠিসোঁটা নিয়ে পাড়ায় মহল্লায় পাহারা বসায়।</p> <p>আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান বলেন, কুকুরের কামড়ে আহত ১২ জনকে আমতলী হাসপাতালে চিকিৎসা দিয়েছি। আরো ছয়জন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।</p> <p>আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম বলেন, পাগলা কুকুরের আক্রমণে আহত হওয়ার খবর শুনে পৌরসভার সংশ্লিষ্ট শাখাকে ওই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।</p>