<p style="text-align:justify">গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতার জেরে পশ্চিম চান্দরা এলাকায় গ্রাম বাংলা বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে হামলায় বিদ্যালয়ের তিনজন নিরাপত্তাকর্মী ও ভবন মালিকসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।</p> <p style="text-align:justify">অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকালে বাবু সিকদার ও তার ছেলে নয়ন সিকদারসহ ১০ থেকে ১৫ জন লাঠিসোঁটা হাতে ওই বিদ্যালয়ের গেটে গিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। একপর্যায়ে তারা বিদ্যালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা নিরাপত্তাকর্মী হামিদ উদ্দিন, রেহেনা আক্তার ও বাবু মিয়াকে পিটিয়ে আহত করে। </p> <p style="text-align:justify">এসময় তাদের ডাক চিৎকারে প্রধান শিক্ষকের মা নাজমা বেগম এগিয়ে আসলে অভিযুক্তরা তাকেও বেদম মারপিট করে আহত করে। পরে অভিযুক্তরা বিদ্যালয়ের প্রধান ফটকসহ একটি গাড়ি ভাঙচুর করে। ছিনিয়ে নেয় নাজমা বেগমের গলায় থাকা একটি স্বর্ণের চেইনসহ বিদ্যালয়ে থাকা প্রায় ১৫ লাখ টাকা। এসময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। </p> <p style="text-align:justify">এ ঘটনায় বিকেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক বাদি হয়ে বাবু সিকদার (৪০) ও তার ছেলে নয়ন সিকদারসহ (২২) অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।</p> <p style="text-align:justify">প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, আর্থিক লেনদেন নিয়ে বাবু সিকদারের সঙ্গে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে লোকজন নিয়ে এসে বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে অভিযুক্তরা। নগদ ১৫ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তাদের হামলায় বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও আমার মা নাজমা বেগম আহত হন। বর্তমানে আমাদের শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে।</p> <p style="text-align:justify">কালিয়াকৈর থানার পরির্দশক (অপারেশন) বলেন, স্কুলে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি । তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।<br />  </p>