<p>গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে এক তরুণকে বেঁধে নির্যাতন করা হয়েছে। ‘ও মা, মাগো’ বলে চিৎকার করেও রেহাই মেলেনি ওই যুবকের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ওই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।</p> <p>বৃহস্পতিবার শ্রীপুর পৌর এলাকা ভাংনাহাটি কাইচ্চাগড় এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই তরুণের নাম মিন্টু মিয়া (২৫)। তিনি শ্রীপুর পৌর এলাকা বহেরারচালা গ্রামের আয়ুব আলীর ছেলে।</p> <p>এক মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, হলুদ শার্ট ও লুঙ্গি পরা এক তরুণকে একটি ঘরের বারান্দার সিমেন্টের খুঁটির সঙ্গে পিঠমোড়া করে বেঁধে রাখা হয়েছে। সাদা টিশার্ট ও নীল জিন্সের প্যান্ট পরা আরেক তরুণ ছেলেটির দুই পা টেনে নির্যাতন করছেন। এক পর্যায়ে ছেলেটির পায়ের ওপর ওঠে লাফালাফি করতেও দেখা গেছে।</p> <p>স্থানীয় বাসিন্দারা জানায়, অটোরিকশা চোর সন্দেহে ছেলেটিকে ধরে নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের সময় ছেলেটি ‘ও মা, মাগো’ বলে চিৎকার করছিলেন। এরপরও তাকে রেহাই দেয়নি নির্যাতনকারীরা। ওই সময় উপস্থিত একজন এগিয়ে গিয়ে নির্যাতনকারীকে থামানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।</p> <p>শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল কালের কণ্ঠকে বলেন, ‘নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরই পুলিশের নজরে পড়ে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। আটক করা ব্যক্তিকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।</p>