<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরেণ্য কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন আজ শুক্রবার। তারুণ্যের কবি খ্যাত স্টালিনের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। কবিতায় অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশকেন্দ্রে পারফর্মিং আর্ট সেন্টার, অন্যধারা, মনন সাহিত্য আসর, কণ্ঠস্বর প্রকাশনী, প্রতিবিম্ব প্রকাশ, মহাকাল ও শব্দকুঠি সাহিত্য অঙ্গনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বারডেম কার্ডিয়াক হাসপাতালের নির্বাহী প্রধান প্রফেসর ডা. এম এ রশীদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ রুহুল কবীর রিজভী।</span></span></span></span></span></p>