<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জন্মদিনের প্রথম প্রহরে ছেলে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার প্রথম প্রহরে এই শুভেচ্ছা জানান তিনি। তার পরিবারের সদস্যরা জানান, প্রতি রাতেই বিএনপি চেয়ারপারসন ছেলের সঙ্গে কথা বলেন। গতকাল রাতেও শুভেচ্ছা জানিয়ে কথা বলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিএনপি সূত্রে জানা গেছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য মোবাইল ফোনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং কুশল বিনিময় করেছেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, দলের নেতারা মোবাইলে এসএমএসের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। গতকাল ছিল তারেক রহমানের ৬০তম জন্মদিন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তার জন্ম। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। ওয়ান-ইলেভেনের সময় রাজনৈতিক পটপরিবর্তনের পর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনে প্রতিবছরই দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবার ব্যতিক্রম।</span></span></span></span></span></p> <p> </p>