<p>বর্তমানে বাংলাদেশে মোট বিদ্যুতের মাত্র ৪ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে আসছে। তবে বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি বিশেষত সৌরশক্তির যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগানো সম্ভব হলে ২০৩০ সাল নাগাদ দেশের মোট বিদ্যুৎ চাহিদার ৩৭ শতাংশ পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি দিয়ে পূরণ করা সম্ভব।</p> <p>তবে এ জন্য এ খাতে অর্থায়নে দেশের বাণিজ্যিক ব্যাংকসহ অন্যান্য আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ যুবদল নেতার সাহায্যের আবেদন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732101322-f3c48df62a91bcf4de811f99356f608b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ যুবদল নেতার সাহায্যের আবেদন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448759" target="_blank"> </a></div> </div> <p>বুধবার (২০ নভেম্বর) রাজধানীর এক হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে আয়োজিত 'রিনিউবেল এনার্জি ফাইনান্স ট্রেন্ডস ইন বাংলাদেশ' শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন দেশের আর্থিক খাত ও নবায়নযোগ্য শক্তি খাতের প্রতিনিধিত্বকারি অংশগ্রহণকারীরা।</p> <p>বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি খাতে অর্থায়ন তথা ঋণপ্রবাহ বলশালী করার ক্ষেত্রে অর্জন, চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো নিয়ে অংশীজনদের মতবিনিময়ের জন্য আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।</p> <p>স্বাগত বক্তব্যে বিআইবিএম'র ফ্যাকাল্টি সদস্য মোরশেদ মিল্লাত বলেন, ‘বর্তমানে ব্যাংকিং খাত যে হারে নবায়নযোগ্য শক্তি খাতে ঋণ দিচ্ছে তা অপ্রতুল। এতে ২০৪০ সাল নাগাদ ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদনের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগের ১০ শতাংশেরও কম পাওয়া যাবে দেশের ব্যাংক ও এনবিএফআইগুলো থেকে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কিয়েভে ইতালি দূতাবাসও বন্ধ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732100750-8701b5322752f6f8a0e5de59e4eb5ded.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কিয়েভে ইতালি দূতাবাসও বন্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/20/1448756" target="_blank"> </a></div> </div> <p>আর্থিক খাতের প্রতিনিধি হিসেবে কর্মশালায় অংশ নেন ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, আল-আরাফাহ ইসলামি ব্যাংক, এনআরবি ইসলামি ব্যাংক, এনসিসি ব্যাংক এবং আইপিডিসি ফাইনান্সের সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তারা।</p> <p>বাংলাদেশ ব্যাংকের পরিবেশবান্ধব অর্থায়ন বিষয়ক নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে দেশের ব্যাংকিং খাতের অংশীজনেরা নবায়নযোগ্য শক্তি খাতে অর্থায়নে উৎসাহি বলে জানান এই অংশীজনেরা।</p> <p>ব্যাংকিং খাতের অংশীজনেরা আরো বলেছেন, গ্রাহক পর্যায়ে এ বিষয়ে সচেতনতার অভাব, কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে নির্দেশনায় অস্পষ্টতা, উদ্যোক্তাদের জন্য প্রণোদনার অভাব, ঝুঁকি থেকে ব্যাংকগুলোকে সুরক্ষা দেয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং সর্বোপরি ব্যাংকগুলোতে এ বিষয়ে দক্ষ জনবলের অভাব এ খাতে অর্থায়ন বলশালী করার পথে বড় বাধা বলে মনে করেন তারা। নবায়নযোগ্য শক্তি উদ্যোক্তাদের সম্মিলিত মঞ্চ বা অ্যাসোসিয়েশন যদি উদ্যোক্তা ও ব্যাংকগুলোর মধ্যে সমন্বয়ের কাজে এগিয়ে আসে তাতে এক্ষেত্রে কাঙ্ক্ষিত গতি আসতে পারে বলে মত দিয়েছেন তারা।</p> <p>অনুষ্ঠানে নবায়নযোগ্য শক্তি উদ্যোক্তাদের প্রতিনিধি হিসেবে কর্মশালায় অংশ নেয় রহিম আফরোজ সোলার, ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সোলারিস এবং ইনস্টিটিউট ফর এনার্জি ইকনোমিক্স অ্যান্ড ফাইনান্সিয়াল অ্যানালাইসিসের গবেষক ও শীর্ষ কর্মকর্তারা।</p> <p>নবায়নযোগ্য শক্তি প্রকল্প বা উদ্যোগগুলোর জন্য প্রয়োজনীয় আমদানির ক্ষেত্রে উচ্চ হারে কর আরোপিত থাকায় এ খাতের বিকাশ ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা মনে করেন। পাশাপাশি হকিং খাত থেকে নবায়নযোগ্য শক্তি প্রকল্পের জন্য ঋণ পাওয়ার চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বাংলাদেশ উদ্যোগ একান্ত জরুরি বলেও মত দিয়েছেন তারা।</p>