<p>বাংলাদেশে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ও পটাশ (মিউরেট অব পটাশ) সার রপ্তানি করতে চায় রাশিয়া। প্রাথমিকভাবে ৪০ হাজার টন ডিএপি ও ৩০ হাজার টন পর্যন্ত পটাশ সার রপ্তানির বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে দেশটি।</p> <p>বুধবার (২০ নভেম্বর) কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত একেতেরিনা সেমেনোভা। এ সময় তিনি এ প্রস্তাব দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সেন্ট মার্টিন রক্ষায় ছয় সদস্যের কমিটি গঠন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732110564-29ae87945c5b840038b2a7ed5ebc9aee.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সেন্ট মার্টিন রক্ষায় ছয় সদস্যের কমিটি গঠন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/20/1448820" target="_blank"> </a></div> </div> <p>শুরুতে কৃষি উপদেষ্টা রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে কৃষি উৎপাদন, কৃষি পণ্য রপ্তানি ও সার বিষয়ে আলোকপাত করা হয়। </p> <p>রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে রাশিয়ার দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ টেনে এ দেশের কৃষি খাতে অগ্রগতির প্রশংসা করেন। দেশের কৃষিখাতে তার দেশের সহযোগিতা বিশেষ করে সার রপ্তানি  বিষয়ে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ জানান। কৃষি উপদেষ্টা সার রপ্তানির এ প্রস্তাবকে স্বাগত জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘মৎস্য উৎপাদন গবেষণা আরো জোরদার করতে হবে’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732110355-810474854104c6ecbf229fa3a5ed4572.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘মৎস্য উৎপাদন গবেষণা আরো জোরদার করতে হবে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/20/1448818" target="_blank"> </a></div> </div> <p>উপদেষ্টা সাশ্রয়ী মূল্যে স্বল্প সময়ে উন্নত মানের সার সরবরাহকারী দেশের সাথে জিটুজি পদ্ধতিতে আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান। উপদেষ্টা দেশের বিভিন্ন মৌসুমি ফল বিশেষ করে কাঁঠাল আমদানির জন্য রাষ্ট্রদূতকে বলেন।</p> <p>এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মন্ত্রণালয় ও রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>