<p>চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৬০ বিঘা খাস জমি নিয়ে সংঘর্ষে আহত মো. তফজুল (৭০) নামের আরো একজন মারা গেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ওই ঘটনায় দুইজন মারা গেলেন। </p> <p>তফজুল রাধানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ী লালপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। বুধবার দুপুরে সংঘর্ষের ওই ঘটনায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেলডাঙ্গা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আলীর ছেলে আব্দুস সাত্তার (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হন। </p> <p>স্থানীয় সূত্র জানায়, ওই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেলডাঙ্গা গ্রামের মান্নান (৬৫) নামের একজন আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।</p> <p>গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার বলেন, ওই ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো মামলা হয়নি তবে প্রক্রিয়া চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। </p> <p>ওসি আরো বলেন, ১৬০ বিঘা খাস বা লিজ নেওয়া জমি নিয়ে বিরোধ ছিল সাত্তার ও রফিক গ্রুপের। তবে ইদানীং এটি নিয়ে সমস্যার কথা শোনা না গেলেও বুধবার সংঘর্ষের ঘটনা ঘটে।</p> <p>স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুর ১টার দিকে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় আকবর-সাত্তার গ্রুপ ও একই ইউনিয়নের রফিক-আনারুল গ্রুপ। সংঘর্ষে আহত সাত্তারকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।</p>