<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের। এর মধ্যে চলতি মাসের প্রথম ১৮ দিনেই ১৪ জন মারা গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮২ জন। এই হিসাবে প্রতিদিন গড়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু তথ্য পর্যালোচনা করে এসব তথ্য জানা যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চলতি বছরে গত বুধবার পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ৭১৭ জন। এর মধ্যে মারা গেছে ৩৯ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৩১ জন। অন্যরা সুস্থ হয়ে বাসায় ফিরেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সিভিল সার্জন জানান, বর্তমান সময়ে ডেঙ্গু উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয় এক হাজার ৪৩০ জন এবং মারা যায় ৯ জন। চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০৯, মৃত্যুবরণ করেছে ১৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১২২ জন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় সর্বত্র প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে বলে সভায় জানানো হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত পাঁচ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন; ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জনের মধ্যে ১০৭ জন মারা যায়। চলতি বছরের ১০ মাস ২০ দিনে হাসপাতালগুলোতে ভর্তি হয় তিন হাজার ৭১৭ জন। এর মধ্যে শুধু চলতি মাসের প্রথম ২০ দিনে ভর্তি হয়েছে ৭৮২ জন। অর্থাৎ মোট আক্রান্তের ২১ শতাংশ রোগী ২০ নভেম্বর পর্যন্ত ভর্তি হয়েছে। এর আগের ১০ মাসে ৭৯ শতাংশ রোগী ভর্তি হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে জানুয়ারিতে দুজন, মার্চে একজন, জুলাইয়ে একজন, আগস্টে একজন, সেপ্টেম্বরে ১১ জন এবং অক্টোবর মাসে ৯ জন মারা যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজার ৯৯৬ জন পুরুষ, এক হাজার ৩৭ জন নারী এবং ৬৮৪টি শিশু। যে ৩৯ জন মারা গেছে তাদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ২০ জন এবং শিশু চারটি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>