<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মো. মুরাদ ইসলামকে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে ব্যাংককের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বিমানবন্দরে তাকে বিদায় জানান। চিকিৎসকরা জানান, মুরাদের হাত-পা সচল করার জন্য প্রয়োজন রোবটিক ফিজিওথেরাপি। দেশে এই ব্যবস্থা না থাকায় থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হচ্ছে তাকে। মুরাদ রাজধানীর গুলশানের একটি ক্যাফেতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।</span></span></span></span></span></p>