<p>শতাধিক যাত্রী নিয়ে থাইল্যান্ডের ফুকেটে আটকে আছে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি বিমান। প্রযুক্তিগত ত্রুটির কারণে বেশ কিছু বিলম্বের পর ফ্লাইটটি মোট ৮০ ঘণ্টার বেশি বিলম্বিত হয়েছে বলে যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে।  </p> <p>যাত্রীদের ভাষ্য মতে, ফ্লাইটটি ১৬ নভেম্বর রাতে দিল্লির উদ্দেশে যাত্রা করার কথা ছিল। কিন্তু এয়ারলাইনের প্রতিনিধিরা যাত্রীদের জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণে ফ্লাইটটি ছয় ঘণ্টা বিলম্বিত হবে। দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করার পর যাত্রীদের বোর্ডিং করতে বলা হয়। কিন্তু এক ঘণ্টার মধ্যেই তাদের আবার বিমান থেকে নামিয়ে দেওয়া হয় এবং ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়।</p> <p>আটকে এই যাত্রীদের মধ্যে বৃদ্ধ ও শিশুরাও রয়েছে। পরদিন জানানো হয়, প্লেনটি মেরামত করা হয়েছে এবং উড্ডয়নের জন্য প্রস্তুত। যাত্রীরাও জানান, তাদের একই বিমানে উঠতে বলা হয় এবং ত্রুটি মেরামত করা হয়েছে বলে অবগত করা হয়। তবে উড্ডয়নের আড়াই ঘণ্টা পর বিমানটি আবার ফুকেটে ফিরে আসে এবং পরে যাত্রীদের জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটি রয়ে গেছে। এর পর থেকে যাত্রীরা ফুকেটেই আটকে আছেন।</p> <p>ফ্লাইটরাডার ট্র্যাকিং অ্যাপে দেখা গেছে, বিমানটি আড়াই ঘণ্টা উড়ে আবার ফুকেটে ফিরে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীরা অভিযোগ করছেন, এ বিষয়ে এয়ারলাইনের প্রতিনিধিরা সন্তোষজনক কোনো উত্তর দিচ্ছেন না।</p> <p>এয়ার ইন্ডিয়ার সূত্র জানিয়েছে, ১৬ নভেম্বর ফ্লাইটটি কর্মীদের ডিউটি সময়সীমার কারণে পরিচালনা করা সম্ভব হয়নি। পরে ১৭ নভেম্বর ফ্লাইটটি পরিচালনার সময় প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে জরুরি অবতরণ করতে হয়। যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের অর্থ ফেরত দেওয়া হবে। অনেক যাত্রীকে ইতিমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৪০ জন এখনো ফুকেটে রয়েছে, তাদের মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো হবে।</p> <p>সূত্র : এনডিটিভি</p>