<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ২৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৩৬৮ জন। এই সময়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৬ জনে। ডেঙ্গুতে মৃত্যুর এই সংখ্যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ। গত এক দিনে যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের পাঁচজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং রাজশাহী বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৫৮ জন, ঢাকা বিভাগে ৪০৮ জন, ময়মনসিংহে ৩৯ জন, চট্টগ্রামে ৯৪ জন, খুলনায় ১১৭ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বছরওয়ারী হিসাবে ২০২৩ সালে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। ২০২২ সালে হাসপাতালে ভর্তি ৬২ হাজার ৩৮২ জন ও মৃত্যু ২৮১ জনের। ২০১৯ সালে হাসপাতালে ভর্তি ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন ও তাদের মধ্যে মৃত্যু হয় ১৭৯ জনের। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><strong><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের সুপারিশ </span></span></span></span></span></strong></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসাপ্রতিষ্ঠান, (নিপসম)-এর এন্টোমোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার বলেছেন, একটি বাদ্যযন্ত্র দিয়ে যেমন মধুর সুর সম্ভব নয়। তেমনি একটি মাত্র দমন পদ্ধতি ব্যবহার করে কখনই মশক দমনে সফলতা সম্ভব নয়। সফলতা পেতে অবশ্যই বহুমাত্রিক ব্যবস্থাপনা প্রয়োজন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার রাজধানীর এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত পঞ্চম মাসিক সভায় বৈজ্ঞানিক অধিবেশনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যানেজমেন্ট অব এডিস মসকিটো : হলিস্টিক পাবলিক হেলথ অ্যাপ্রোচেস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিরোনামে প্রবন্ধে বাংলাদেশে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি এবং ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্ব প্রজননস্থল এবং মশকের প্রচলিত মন পদ্ধতি বিশেষ করে শুধু বিষাক্ত কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের ক্ষতিকারক ও অকার্যকর দিক তুলে ধরেন তিনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি পরিবেশবান্ধব ও টেকসই ব্যবস্থাপনার মধ্যে বিষাক্ত পদার্থের সর্বনিম্ন ব্যবহার এবং জৈবিক উপাদানের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>