<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে গণমাধ্যমকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি এসব মামলায় ভয় পাই না। আমি আবারও এই দেশে এমপি-মন্ত্রী হব, লিখে রাখেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাঁঠালিয়ার বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে শাহজাহান ওমরসহ ৯ জনকে আসামি করে এ মামলা করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে শাহজাহান ওমর রাজাপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে গাড়িতে করে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। পরে ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহিদ কারাগারে পাঠানোর আদেশ দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাজাপুর থানায় অভিযোগ করতে গিয়ে শাহজাহান ওমর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। পুলিশ থানার প্রধান ফটক আটকে দিয়ে তাকে ভেতরে বসিয়ে রাখে। এদিকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে থানার বাইরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহজাহান ওমরকে ঝালকাঠির আদালতে আনা হলে বিএনপি সমর্থিত আইনজীবীরা তাকে উদ্দেশ করে ডিম ছুড়ে মারেন। এ ছাড়া আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, বিএনপির হয়ে চারবার ঝালকাঠি-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান ওমর, হয়েছেন প্রতিমন্ত্রীও। গত ১/১১ সরকারের সময়ে আত্মগোপনে থাকাকালে শাহজাহান ওমরের হাজার কোটি টাকার দুর্নীতির সম্পদ বেরিয়ে পড়ে। সেই সময়কার দুর্নীতির মামলায় স্ত্রীসহ শাহজাহান ওমরের ১৩ বছরের কারাদণ্ড হয়। পরে দুর্নীতির মামলার রায় স্থগিত রাখাসহ নতুন করে মামলা-মোকদ্দমা থেকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে গোপনে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ করে নৌকায় ওঠেন তিনি। প্রকাশ্যে উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি নৌকায় ভোট দিয়ে আবারও আলোচনায় আসেন। এমপি হয়ে বিভিন্ন সভা-সমাবেশে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিতেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পালিয়ে ছিলেন। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে ঢাকা ও ঝালকাঠিতে তিনটি মামলা করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>