<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসন্ন রমজানকে কেন্দ্র করে খেজুর আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেজুর আমদানিতে আগে সর্বমোট ৬৩.৬০ শতাংশ শুল্ক-কর ছিল। এখন তা কমিয়ে ৩৮.৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে শুল্ক-কর কমাতে এনবিআরকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। প্রজ্ঞাপনে বলা হয়, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।</span></span></span></span></span></p>