<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি এবং তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির আইনজীবীরা এই গ্রেপ্তারি পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন। আদানির বিরুদ্ধে অত্যন্ত গোপনে ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দেওয়া এবং মার্কিন বিনিয়োগকারীদের কাছে সেই তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল আইনজীবীরা গৌতম আদানি এবং তার কয়েকজন সহযোগীকে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন। এর পরই গৌতম আদানি এবং তার ভাতিজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাগর আদানি গ্রুপের ব্যবসাপ্রতিষ্ঠান আদানি গ্রিনের পরিচালক। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৌশলগত ও আর্থিক বিষয়গুলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তদারক করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের আইনজীবীরা বলেছেন, আসামিরা ভারতীয় কর্মকর্তাদের প্রায় ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দিতে সম্মত হয়েছিলেন। বিনিময়ে তাদের ২০ বছরের মেয়াদে এমন কিছু প্রকল্পের কাজ দেওয়ার কথা ছিল, যেখান থেকে প্রায় ২০০ কোটি ডলার মুনাফা হওয়ার সম্ভাবনা ছিল। তা ছাড়া এসব ঘুষের বিনিময়ে আদানি গ্রুপকে ভারতে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির কাজ দিতেও সম্মত হয়েছিলেন অভিযুক্ত ভারতীয় কর্মকর্তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে এক বিবৃতিতে আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের আইনজীবীদের অভিযোগ </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভিত্তিহীন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলে অস্বীকার করেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিন্তু বড় ধরনের বিপদে ঠিকই পড়েছেন গৌতম আদানি। ভারতের একটি গণমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির সংবাদে গতকাল বৃহস্পতিবারই আদানি গোষ্ঠীর শেয়ারের দাম ২০ শতাংশ পর্যন্ত কমেছে। এতে আদানির ব্যক্তিগত সম্পদের মূল্যও কমেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে আদানি গ্রিন এনার্জির যে বন্ড ছাড়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। সূত্র : বিবিসি, ইকোনমিক টাইমস</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>