<p>গাজীপুরের শ্রীপুরে ইটবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন নির্মাণশ্রমিক। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কের খিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নির্মাণশ্রমিকের নাম এনামুল হক। তবে তাৎক্ষণিকভাবে আহত দুজনের পরিচয় জানা যায়নি।</p> <p>স্থানীয়রা জানিয়েছে, এনামুল হক সরকার ও তার আরো দুই সহকারী কাজ শেষে বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। খিলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লরি সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি প্রায় ১৫ গজ দূরে ছিটকে পড়লে এনামুল হক ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গরুর হাট দখলচেষ্টার অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731067896-ea5f885cd9e68a9cddc13693154b9dba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গরুর হাট দখলচেষ্টার অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/08/1444287" target="_blank"> </a></div> </div> <p>শ্রীপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শামীম আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘এক মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হন। রাত প্রায় ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছেন বলে শুনেছি। তবে পুলিশ খোঁজ নিচ্ছে।’</p>