<p>পাকিস্তানে একটি প্রত্যন্ত এলাকায় ২০০ যাত্রীকে বহনকারী যানবাহনের একটি বহরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। কুররাম জেলার উপজাতি এলাকায় আফগান সীমান্তের কাছে বৃহস্পতিবার এই হামলা হয়েছে বলে স্থানীয় ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন।</p> <p>এ ছাড়া প্রাদেশিক মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বন্দুকধারীরা প্রথমে বহরের পুলিশ এসকর্টকে লক্ষ্য করে হামলা চালায়। এই বহরটি পুলিশের সুরক্ষায় চলাচল করছিল। কারণ ওই এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা চলতে থাকায় চলতি বছরই সেখানে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে।</p> <p>খাইবারপাখতুনখোয়া প্রদেশের প্রধান সচিব নাদিম আসলাম চৌধুরী এ হামলাকে ‘একটি বড় মর্মান্তিক ঘটনা’ হিসেবে বর্ণনা করে রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এতে অন্তত ১১ জন আহত হয়েছে।</p> <p>বহরের মাঝখানে থাকা সাঈদা বানু জানান, হামলার সময় তিনি ও তার সন্তানরা গাড়ির আসনের নিচে লুকিয়ে ছিলেন। তারা মারা যাবেন বলে ভেবেছিলেন। গুলির শব্দ থেমে যাওয়ার পর তিনি দেখেন, রাস্তায় আহত ও মৃতদেহ পড়ে আছে।</p> <p>হামলার বিস্তারিত তথ্য এখনো বের হচ্ছে। তবে জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জাভেদ উল্লাহ মেহসুদ এএফপিকে জানান, ‘প্রায় ১০ জন হামলাকারী’ এ ঘটনায় জড়িত ছিল, যারা ‘রাস্তার দুই পাশ থেকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে’। নারী ও শিশুরা আশপাশের বাড়িগুলোতে লুকিয়ে পড়েছিল। আর পুলিশ সদস্যরা হামলাকারীদের সন্ধানে অভিযান চালাচ্ছিলেন। বহরের অধিকাংশ যাত্রীই শিয়া সম্প্রদায়ের ছিল বলেও তিনি জানিয়েছেন।</p> <p>চলতি বছর সুন্নি ও শিয়া উপজাতিদের মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে। উপজাতি পরিষদের মাধ্যমে অস্ত্রবিরতির আহ্বান জানানো হলেও গত মাসে ওই অঞ্চলের একটি রাস্তায় যাত্রীবাহী যানবাহনের ওপর আরেকটি হামলায় ১৫ জন নিহত হয়। </p> <p>বৃহস্পতিবারের বহরটি যে রাস্তায় চলাচল করছিল, সেটি সম্প্রতি ফের খুলে দেওয়া হয় এবং সেখানে পুলিশের নিরাপত্তায় বহর চলাচলের অনুমতি দেওয়া হয়। উপজাতি অঞ্চলের এই সাম্প্রদায়িক সহিংসতা প্রায়ই জমি নিয়ে বিরোধের সঙ্গে যুক্ত। তবে কুররাম জেলা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি এমন কিছু আফগান প্রদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে, যেখানে শিয়াবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি রয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামিক স্টেট (আইএস) ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।</p> <p>সূত্র : বিবিসি</p>