<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের খাইবারপাখতুনখোয়ায় একটি যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুররাম জেলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ কর্তকর্তা জাভেদ উল্লাহ মেহসুদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুররাম জেলায় শিয়া সম্প্রদায়ের দুটি পৃথক গাড়িবহর লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনকে পুলিশ জানায়, ওই ঘটনায় নিহত ৩৮ জনের মধ্যে তিন নারীও রয়েছেন। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী মনসিন নকভি জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সপ্তাহটা কঠিন ও খারাপভাবে কেটেছে। আজ খুররামে ৩৮ জন শহীদ হয়েছেন। আমরা প্রতিদিনই নতুন নতুন ঘটনার মুখোমুখি হচ্ছি। খাইবারপাখতুনখোয়ার কর্তৃপক্ষ, সেখানকার পুলিশ প্রধান ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সব সময় যোগাযোগ রাখছি। তাদের সাহায্য দরকার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : ডন, এএফপি</span></span></span></span></span></p>