<p>রাজধানীতে মা ও মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করে চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তুরাগের কামারপাড়া এলাকায় বাসার সামনে ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদের দুজনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।</p> <p>জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভুক্তভোগী সাথী রানী হালদারের (৩৫) ১৩ শতাংশ ও তার দুই বছরের মেয়ে বিজয়িনী হালদারের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তাদের দুজনের অবস্থাই গুরুতর।</p> <p>সাথীর চাচা অশ্বিনী হালদার জানান, তাদের বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানার ডেমড়া গ্রামে। বর্তমানে তুরাগ কামারপাড়া মার্কেট এলাকায় ভাড়া থাকেন তারা। বিজয়িনীর বাবা জয় কুমার হালদার একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের আরো দুই মেয়ে রয়েছে।</p> <p>তিনি আরো বলেন, সকালে মেয়ে বিজয়িনীকে নিয়ে সেলুনে চুল কাটিয়ে বাসায় ফেরার পথে এক যুবক তাদের পিছু পিছু আসেন। অভিনব কৌশলে এক ব্যক্তির খোঁজ করেন তিনি। সাথী কিছু বুঝে উঠার আগেই তার দিকে অ্যাসিড নিক্ষেপ করে। তার কোলে থাকা শিশুটির গায়েও লাগে। তখন তার গলায় থাকা আট আনীর স্বর্ণের চেইনটি ছিনিয়ে  নিয়ে দ্রুত পালিয়ে যায় ওই যুবক।</p>