<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৮ ডিসেম্বর কালের কণ্ঠের শেষ পৃষ্ঠায় প্রকাশিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বখরা পেতেন বাপ-বেটা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছেলে এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। প্রতিবাদপত্রে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার বাবা কৃষিমন্ত্রী থাকাকালে আমি কৃষি মন্ত্রণালয়ের কোনো প্রজেক্টের সঙ্গেই সরাসরি কিংবা কোনো পার্টনার বা থার্ড পার্টির মাধ্যমে জড়িত ছিলাম না। রণজিৎ কিংবা টার্টেল নামক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রেজওয়ান শাহরিয়ার সুমিত আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার বাবা ড. রাজ্জাক ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও ন্যায়ের পথে চলেছেন, যা সর্বজনবিদিত। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, সেই সাহস, গর্ব ও মনোবল অদ্যাবধি সমুন্নত রেখেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদকের বক্তব্য : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আসামি হয়ে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। কৃষিমন্ত্রী থাকাকালে একই মন্ত্রণালয়ের প্রকল্পে ব্যাপক লুটপাট হয়েছে, যা একাধিক তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্ত নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন তিনি। এ ছাড়া মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে, প্রকল্পভিত্তিক অনুসন্ধান করেই প্রতিবেদন তৈরি করা হয়েছে।</span></span></span></span></span></p>