<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলমের ফেসবুকের একটি পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল গতকাল শুক্রবার নয়াদিল্লিতে এক প্রশ্নের জবাবে এ কথা জানান। এ সময় প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল হওয়ারও আহবান জানিয়েছেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি এক ফেসবুক পোস্টে ভারতের কিছু অংশ বাংলাদেশের বলে দাবি করেন। পরে তিনি ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলেন। বিষয়টি তুলে ধরে একজন সাংবাদিক ভারতের প্রতিক্রিয়া জানতে চান। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে নিবিড় দৃষ্টি রাখি এবং যথাযথ উদ্যোগ নিই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহফুজ আলমকে একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে উল্লেখ করে তাঁর মন্তব্য সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে তুলেছি। আসলে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা জেনেছি, ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুখপাত্র বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ জানিয়ে ভারত যখন অব্যাহতভাবে বার্তা দিয়ে যাচ্ছে, তখন প্রকাশ্য মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক হওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে আহবান জানাই। এ ধরনের মন্তব্যে প্রকাশ্য লেখালেখিতে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা অনুভূত হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি আবার বলব, আমরা জোরালো প্রতিবাদ জানিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বক্তব্য সুস্পষ্ট নয় মন্তব্য করে বিএনপির হতাশার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্র সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। সফরকালে ভারতের পররাষ্ট্রসচিব পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনাসহ বেশ কিছু আলোচনায় অংশ নেন। আলোচনাগুলোতে ভারত বাংলাদেশের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে জানিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রণধীর জয়সোয়াল বলেন, ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক আস্থা ও দায়িত্বশীলতাপূর্ণ ইতিগঠনমূলক সম্পর্ক গড়তে চায় ভারত। ভারতের প্রত্যাশা, বাংলাদেশ-ভারত দুই দেশই পরস্পরের স্বার্থ ও সংবেদনশীলতার বিষয়ে সচেতন থাকবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রণধীর জয়সোয়াল আরো বলেন, ভারত জোর দিয়ে বলেছে যে বাংলাদেশের জনগণই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মূল অংশীদার। ভারত বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক যে উদ্যোগ নিয়েছে, তার সব কিছুই বাংলাদেশের জনগণের জন্য। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সার্ক সম্মেলন আয়োজনের বিষয়ে কায়রোতে ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আঞ্চলিক সহযোগিতাকে ভারত এগিয়ে নিতে চায়। এ জন্য বিমসটেকে কানেক্টিভিটি কর্মসূচি নেওয়া হয়েছে। সার্কও আঞ্চলিক সহযোগিতার আরেকটি ফোরাম। তবে সার্কে শীতলতা চলছে। আর এর কারণ কী তা সবাই জানে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন হয়েছিল নেপালে ২০১৪ সালের নভেম্বরে। ২০১৬ সালে পাকিস্তানে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুলে ভারত সেই সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়। নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে বাংলাদেশসহ সার্কের বেশির ভাগ দেশ পাকিস্তানে শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ত্রাস দমনে সহযোগিতার বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর বলেন, বাংলাদেশের সঙ্গে এ সহযোগিতা আছে।</span></span></span></span></p>