<p>বন্যা মোকাবেলায় প্রয়োজনে হাওরের নদীগুলো ড্রেজিং করা হবে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘যেহেতু সড়কটা হয়ে গেছে, তাই এর ভালোমন্দ নিয়ে আলোচনা করা হবে না।’</p> <p>শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।</p> <p>উপদেষ্টা বলেন, ‘দেশের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে পারি কিন্তু আমাদের কোনো পিছুটান নেই। জুলাই-আগস্টের গণ-আন্দোলনে যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে শুধু তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা। ওই চেতনা ও মূল্যবোধ ধারণ করে আমরা দায়িত্ব নিয়েছি।’</p> <p>অল ওয়েদার সড়কের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকের করা প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘বাস্তবতা হচ্ছে সড়কটা হয়ে গেছে। এখন এটার ভালোমন্দ নিয়ে আমরা বির্তক করব না। কিন্তু এই সড়ক নির্মাণের ফলে যেসব সমস্যা তৈরি হয়েছে, সেগুলোকে চিহ্নিত করে, সমাধানের চেষ্টা করা হবে।‘</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কঠিন সময়েও লিটনের ওপর আস্থা কোচ সালাউদ্দিনের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734775071-38b74063e13d9a44ae13fe3f3c16d9f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কঠিন সময়েও লিটনের ওপর আস্থা কোচ সালাউদ্দিনের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/21/1459806" target="_blank"> </a></div> </div> <p>এ সময় তিনি হাওরের চিরকালীন নৌ যোগাযোগের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের ট্যাডিশনাল যোগাযোগের ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে। এ জন্য নদীগুলোর ড্রেজিং প্রয়োজন। সেই কাজটিও আমরা করতে চাই। কিশোরগঞ্জ ও সিলেটের সাথে সংযোগের বিষয়টি আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখব। এখন থেকে আমরা ঢাকায় বসে কোনো পরিকল্পনা করব না। মানুষের সাথে কথা বলে, মানুষ যেটা চায়, মানুষ যেটা প্রয়োজনবোধ করে আমরা সেটাই করব।’</p> <p>তিনি বলেন, ‘বন্যা এখানে দীর্ঘায়িত হচ্ছে। এটার কারণ ড্রেজিং হচ্ছে না। নদীগুলোতে পলি জমছে। ড্রেজিংয়ের জন্য আমরা পানিসম্পদসচিবের সাথে কথা বলেছি পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুনেছেন। এটার ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে রাস্তার ফলে জমিতে বালি আসছে এবং আগাছা জন্মাচ্ছে। এটার জন্য কৃষিসচিবের সাথে কথা হয়েছে। আমি কৃষি উপদেষ্টার সাথে গিয়ে কথা বলব যে এটা কিভাবে সমাধান করা যায়।’</p> <p>হাওরের ওপর দিয়ে মিঠামইন ও করিমগঞ্জকে যুক্ত করার প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রস্তাবিত উড়ালসড়ক নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘উড়ালসড়ক বিষয়ে আমি বিস্তারিত অবগত না। সেতু বিভাগও আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলে উড়ালসড়কের ভালোমন্দ পরীক্ষা করে- পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাকিস্তানে সেনাচৌকিতে তালেবানের হামলা, ১৬ সেনা নিহত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734775887-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাকিস্তানে সেনাচৌকিতে তালেবানের হামলা, ১৬ সেনা নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/21/1459807" target="_blank"> </a></div> </div> <p>ভারতের আদানি গ্রুপের  চুক্তি লঙ্ঘন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘শুধু আদানি গ্রুপ নয় আরো ৭টি গ্রুপের সঙ্গে অসম চুক্তি হয়েছে। এগুলো পরীক্ষা নিরীক্ষার আমরা একটা জাতীয় কমিটি গঠন করেছি। এ ব্যাপারে হাইকোর্ট থেকেও আমাদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে। ওই কমিটি চুক্তিগুলো যাচাই-বাছাই করে দেখছে। তাদের মতামতের ভিত্তিতে আমরা চুক্তিগুলো রাখবো নাকি সংশোধন করব নাকি বাতিল করবো সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। হুটহাট কিছু করা সমীচীন হবে না।’</p> <p>এর আগে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব ও উপদেষ্টার সহকারী একান্ত সচিব মাহিদ-আল-হাসান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী প্রমুখ।</p>