<p>শেখ মুজিবুর রহমান বড় না জিয়াউর রহমান বড় এটা নিয়ে তাদের অপমান করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। </p> <p>তিনি বলেন, ‘যে যার অবস্থানে শ্রেষ্ঠ। এটার জন্য সংবিধান বা অন্য কিছু লাগে না। এক ১৫ আগস্টে শেখ মুজিবুরের জানাজায় লোক পেলাম না, আর এত বছর পরে ১৫ আগস্টে কোনো জায়গায় মাহফিলের আওয়াজ পেলাম না। এতে বলা যায়, শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734771187-9a4a476eb40ea377072802e20be8ff74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/21/1459796" target="_blank"> </a></div> </div> <p>শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শাহরুখের হাতে থাপ্পড় খাওয়া প্রসঙ্গে মুখ খুললেন হানি সিং" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734772636-626a85951641db5dbdc44c03f62212ef.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শাহরুখের হাতে থাপ্পড় খাওয়া প্রসঙ্গে মুখ খুললেন হানি সিং</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/21/1459798" target="_blank"> </a></div> </div> <p>গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনা তার বাবাকে এমন মারা মেরেছেন যে মসজিদে তাঁর জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আওয়ামী লীগ তাদের নেতার প্রতি অকৃতজ্ঞ। ওদের কিন্তু বরকত ভালো না। যার কারণে তাদের ঝাঁকে ঝাঁকে দেশ থেকে পালাতে হয়েছে। আমি ভারত সরকারকে বলবো, আপনারা তো এত দিন দেশ চালাইলেন, এইবার ফেরত দেন। হালুয়াঘাট বর্ডার দিয়ে ফেরত দেন আমরা রিসিভ করব। আমরা কথা দিলাম, আমরা আপনাদের ওপর ন্যায়বিচার করব। প্রচলিত যে বিচার হচ্ছে, সে বিচারে একটু দাঁড়ান। আপনারা যে অপরাধ করেছেন, প্রচলিত আইনে নরমাল যে বিচার হবে, তাতে আপনাদের যত দিন জেল হবে, সেই পরিমাণ হায়াত আল্লাহ আপনাদের দেয় নাই।’</p> <p>বিএনপি নেতা সালমান ওমর রুবেল আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।</p>