<p>জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কয়েকজন খেলোয়াড়কে দলে টেনে সংকট কাটাতে চায় ম্যানচেস্টার সিটি। বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের পরিকল্পনায় রয়েছে একজন সেন্ট্রাল মিডফিল্ডার, ফুল-ব্যাক এবং একজন ফরোয়ার্ড।</p> <p>তবে আসছে মৌসুমে ভালো খেলোয়াড় পাওয়া নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, ‘আমরা এই উইন্ডোতে খেলোয়াড় ভেড়ানোর ব্যাপারে খুব বেশি আগ্রহী নই, তবে এবারের মৌসুমের পরিস্থিতি ভিন্ন। এই বিষয়ে আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি।’  </p> <p>তিনি আরো বলেন, ‘শীতকালীন উইন্ডোতে চুক্তি করা খুব সহজ নয়। ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে চায় না এবং দামও খুব বেশি। সব কিছু নির্ভর করবে বাজারের ওপর। দেখা যাক কী হয়।’</p> <p>সিটির লক্ষ্য তালিকায় শীর্ষে আছেন নিউ ক্যাসলের ব্রুনো গিমারেস এবং রিয়াল সোসিয়েদাদের মার্টিন জুবিমেন্ডি। সিটির দরকার সেন্ট্রাল মিডফিল্ডার। কারণ এবারের মৌসুমের শুরুর দিকে এসিএল ইনজুরিতে রদ্রিকে হারিয়েছে তারা। এ জন্য বিশেষ করে সিটির জন্য সেন্ট্রাল মিডফিল্ড শক্তিশালী করা জরুরি হয়েছে। যদিও ম্যাতেও কোভাচিচ এই জায়গায় মাঝেমধ্যে ভালোই পারফরম করছেন। তবু একজন যোগ্য রিপ্লেসমেন্ট দরকার সিটির জন্য। </p> <p>গিমারেসকে নিয়ে সিটি ছাড়াও আগ্রহ দেখাচ্ছে আরো বেশ কিছু ক্লাব। অন্যদিকে জুবিমেন্ডি কয়েক মাস ধরে সিটির নজরে রয়েছেন। এই স্প্যানিয়ার্ড স্পেনের ইউরো জয়ের অন্যতম সদস্য ছিলেন এবং গেল গ্রীষ্মে লিভারপুলে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মত পরিবর্তন করেন সোসিদাদে থেকে যান তিনি।</p>