<p style="text-align:justify">ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নাগরিক জীবন দুঃসহ হয়ে পড়েছে। মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে দাঁড়িয়েছে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ইমাম হোসেন ভূঁইয়ার ২৩ বছর বয়সী সন্তান হাফেজ কামরুল হাসানকে সায়েদাবাদে সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে প্রাণহানির ঘটনা দেশবাসীকে হতবাক করেছে। এভাবে ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ অব্যাহত থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে।’</p> <p style="text-align:justify">তিনি হাফেজ কামরুল হাসান হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।</p> <p style="text-align:justify">আজ শনিবার বিকেলে ঢাকার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও হাফেজ কামরুল ইসলামের খুনের বিষয় পর্যালোচনার সময় তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির পরেও বাজারে তেলের সংকট, চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অসহায়ের মতো অবস্থায় পতিত হয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনগণ যে কোনো সময় ফুঁসে উঠতে পারে।’</p> <p style="text-align:justify">এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মূহাম্মাদ ইমতিয়াজ আলম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সহ-প্রচার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির, কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ শহিদুল ইসলাম ও মুফতী মোস্তফা কামাল প্রমুখ।</p>