<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখার ৫১ সদসের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন দেন। গত বৃহস্পতিবার দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে নুরুন্নবী চৌধুরী মিলনকে আহ্বায়ক, আতিকুল ইসলাম লেলিনকে সদস্যসচিব এবং রফিকুল ইসলাম মিঠু ও ওয়াহিদ মুরাদকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। দলীয় সূত্র জানায়, ২০২৩ সালের আগস্ট মাসে নুরুন্নবী চৌধুরী মিলনকে আহ্বায়ক, জহির আলম নয়নকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আতিকুল ইসলাম লেলিনকে সদস্যসচিব করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সে সময় কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে এক মাস সময় বেঁধে দেওয়া হয়।</span></span></span></span></span></p>