<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এম্পাওয়ারিং উইমেন উইথ টেকনোলজি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক অনুষ্ঠানে বক্তারা নারী-পুরুষের মধ্যে প্রযুক্তি ও ডিজিটাল ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করার গুরুত্ব তুলে ধরেছেন। তাঁরা বলেছেন, নারীদের প্রযুক্তির মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। যাতে তারা প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে পারে এবং নিজের জীবনে সাফল্য অর্জন করতে পারে। গতকাল বিশ্ব সাহিত্যকেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ফাউন্ডার মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, নারীদের প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা অর্জন শুধু তাদের জীবনে পরিবর্তন আনবে না, পুরো সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ট্রাস্টি গোলাম সারওয়ার, চিফ এডুকেটর ওয়াহিদ নিউটন, গ্লোরি গার্ল অ্যাম্বাসাডর ফাতিহা আয়াত প্রমুখ বক্তব্য দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>