<p>ফরিদপুরের আলফাডাঙ্গায় বেশি দামে সার বিক্রি করা এবং রশিদ না দেওয়ার অভিযোগে বিসিআইসির এক ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।</p> <p>শুক্রবার (২২ নভেম্বর) বিকেলের দিকে আলফাডাঙ্গা পৌর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম কে এম রায়হানুর রহমান।</p> <p>অভিযান সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌর বাজার এলাকার বিসিআইসি ডিলার মেসার্স রাজিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরকার নির্ধারিত ডিএপি সার ২১ টাকার জায়গায় ২৮ টাকা এবং পটাশ ২০ টাকার জায়গায় ২২ টাকায় বিক্রি করছিলেন। এমন অভিযোগ পেয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসায়ী রাজিব কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাজিব পৌর এলাকার মৃত গণেশ চন্দ্র কুন্ডুর ছেলে। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা উপস্থিত ছিলেন। </p> <p>এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানার পাশাপাশি ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।</p>